ঢাকা | জানুয়ারী ১৪, ২০২৫ - ২:০৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

রাঙ্গুনিয়ায় সরকারের সিআইপি নির্বাচিত হয়েছেন ৪জন

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Sunday, December 24, 2023 - 6:27 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 65 বার

মুবিন বিন সোলাইমান, রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:
বৈধপথে রেমিট্যান্স পাঠিয়ে বাণিজ্যিকভাবে জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখায় স্বীকৃতিস্বরুপ প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে সম্প্রতি বৈদেশিক মুদ্রা প্রেরণকারী বা রেমিট্যান্স ক্যাটাগরিতে ৫৯ জন সিআইপির তালিকা প্রকাশ করা হয়। এর বাইরে বিদেশে বাংলাদেশি পণ্যের আমদানিকারক হিসাবে আরও ১০ জনকে সিআইপি নির্বাচিত করা হয়েছে। অর্থাৎ সরকার ২০২৩ সালের জন্য ৬৯ জনকে কমার্শিয়ালি ইম্পরটেন্ট পারসন (সিআইপি) নির্বাচিত করেছে। এরা সবাই বৈধপথে রেমিট্যান্স পাঠিয়ে দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন।

এতে চট্টগ্রামে রাঙ্গুনিয়া উপজেলার ওমান প্রবাসী রেজাউল করিম, আমিরাতের আবুধাবী প্রবাসী হাফেজ মোহাম্মদ জামাল, আমিরাতের আবুধাবী প্রবাসী আবু জাহেদ ইমরান ও আমিরাতের দুবাই প্রবাসী মোহাম্মদ কোরবান আলী নির্বাচিত হয়েছে, তন্মধ্যে উপজেলা সরফভাটা ইউনিয়নের ৩জন।

প্রসঙ্গত, গত ২০ ডিসেম্বর সরকার ঘোষিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে ’২২ সালের জন্য সর্বাধিক বৈধ চ্যানেলে বৈদেশিক মুদ্রা প্রেরণকারী হিসেবে উপজেলার সরফভাটা ইউনিয়ন ২নং ওয়ার্ডের বাসিন্দা ওমানের স্বনামধন্য প্রতিষ্ঠিত ব্যবসায়ী রেজাউল করিম সিআইপির তালিকায় স্থান পেয়েছে। তিনি আল বারকা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ এলএসি, মডার্ন রোজ ট্রেডিং ইনটি এবং এলএলসি’র ব্যবস্থাপনা পরিচালক এছাড়াও তিনি ওমানস্থ বাংলাদেশ সোস্যাল ক্লাবের সিনিয়র সহ সভাপতি, সরফভাটা ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ- সভাপতি এবং সরফভাটা আল- জামেয়া ইসলামীয়া মেহেরীয়া মঈনুল ইসলাম মাদ্রাসার সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্বরত আছেন।
একই ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বাসিন্দা আমিরাতের আবুধাবী প্রবাসী হাফেজ মোহাম্মদ জামাল একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। তার প্রতিষ্ঠিত স্বনামধন্য ম্যানপাওয়ার সল্যুশন কোম্পানি আরাবকো গ্রুপ ’১২ সালে যাত্রা শুরু করে বর্তমানে আমিরাতের সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল সেক্টরে দক্ষ জনশক্তি সৃষ্টি এবং সরবরাহে একটি বিশ্বাসযোগ্য প্রতিষ্ঠান হিসেবে পরিণত হয়েছে। বর্তমানে তার কোম্পানিতে জনশক্তির পরিমাণ ৩ হাজার ৫শ’র বেশি।
হাফেজ মোহাম্মদ জামাল বলেন, কোম্পানির প্রতিষ্ঠালগ্ন থেকেই আমিরাতে সাধারণ শ্রমিক ক্যাটাগরিতে বাংলাদেশিদের চাকরি ভিসা বন্ধ থাকার প্রতিকূলতা সত্ত্বেও দেশটির নির্মাণ সেক্টরে সরকারি-বেসরকারি গ্রাহকদের কাছে আমরা আস্থাভাজন হতে পেরেছি। তবে যথাযথ কুটনৈতিক তৎপরতার মাধ্যমে বাংলাদেশিদের ভিসার দ্বার পুরোপুরিভাবে অবমুক্ত করা গেলে আমাদের প্রবাসীদের ব্যবসার পরিধি আরো বৃদ্ধি করা যেত এবং তাতে দেশের রেমিট্যান্স প্রবাহে আমরা আরো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারতাম। তিনি এ ব্যাপারে সরকারের নীতিনির্ধারক মহলের সুদৃষ্টি আকর্ষণ করেন।

এছাড়া একই ইউনিয়নের ৬নং ওয়ার্ডের বাসিন্দা আহমদ সফু’র ২য় পুত্র আবু জাহেদ ইমরান আমিরাতের আবুধাবী স্বনামধন্য প্রতিষ্ঠিত ব্যবসায়ী। তিনি বৈধ চ্যানেলে বৈদেশিক মুদ্রা প্রেরণকারী বা রেমিট্যান্স ক্যাটাগরিতে ৫৯ জন সিআইপির তালিকা মধ্যে ৭ নাম্বারে আছেন।

উপজেলার পৌরসভার সৈয়দবাড়ি এলাকার মরহুম আবুল কাশেমের প্রথম পুত্র মোহাম্মদ কোরবান আলী সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে স্বনামধন্য প্রতিষ্ঠিত ব্যবসায়ী। তিনি বাংলাদেশি পণ্যের আমদানিকারক অনাবাসী বাংলাদেশি ক্যাটাগরিতে ১০ জনের মধ্যে কমার্শিয়ালি ইম্পরটেন্ট পারসন (সিআইপি) নির্বাচিত হয়েছে।
প্রবাসী কোরবান আলী বলেন, ” ২০২১ সালে দুবাই প্রবাসী হিসেবে রাঙ্গুনিয়া থেকে প্রথম সিআইপি নির্বাচিত হয়েছি। ২০২২-২৩ সালেও সিআইপি তালিকায় আমার নাম রয়েছে। আমি দীর্ঘদিন প্রবাস জীবনে রাঙ্গুনিয়াবাসীর যে কোনো বিপদ-আপদে পাশে ছিলাম। চেষ্ঠা করেছি সমাজসেবামূলক কর্মকান্ডে অংশ নিতে। ইনশাল্লাহ ভবিষ্যতেও থাকবো।”

উল্লেখ্য, আগামী ৩০ ডিসেম্বর জাতীয় প্রবাসী দিবস উদযাপন অনুষ্ঠানে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে নির্বাচিত সিআইপিদের হাতে আনুষ্ঠানিকভাবে সম্মাননা ও সিআইপি কার্ড তুলে দেওয়া হবে। ওই অনুষ্ঠানে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের উপস্থিত থাকার কথা রয়েছে।