ঢাকা | ডিসেম্বর ২৫, ২০২৪ - ১২:৩৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

ট্রান্সজেন্ডার প্রমোটের প্রতিবাদে ও বিতর্কিত কারিকুলাম পরিবর্তনের দাবীতে বিক্ষোভ

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Thursday, February 1, 2024 - 3:24 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 46 বার
নওগাঁ প্রতিনিধি: কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ইসলামী আন্দোলন বাংলাদেশ নওগাঁ জেলা শাখার উদ্যোগে একতরফা প্রহসনের নির্বাচন বাতিল, ট্রান্সজেন্ডার প্রমোটের প্রতিবাদে ও বিতর্কিত কারিকুলাম পরিবর্তনের দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। বুধবার বেলা ২টা থেকে ৩টা পর্যন্ত ঘন্টাব্যাপী নওগাঁ শহরের নওজোয়ান মাঠের গেটের সামনে এ কর্মসূচি পালন করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর নওগাঁ শাখা নেতা কর্মীরা।
বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, অবিলম্বে সপ্তম শ্রেণীর বিতর্কিত শিক্ষা কারিকুলাম পরিবর্তন ও ট্রান্সজেন্ডার প্রমোটের পরিবর্তন করতে হবে, এবং ব্র্যাক ইউনিভার্সিটি শিক্ষককে কর্মস্থলে পুনরায় নিয়োজিত করতে হবে। ৯২ভাগ মুসলমানের দেশে ইসলাম বিরোধী আইন সংসদে পাস করতে দেওয়া হবে না। সরকার যদি আমাদের এই দাবী মেনে না নেয় আগামীতে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।
ইসলামী আন্দোলন বাংলাদেশ নওগাঁ জেলার সভাপতি মাওলানা আশরাফুল ইসলামের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর নওগাঁর সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম, সদর শাখার সভাপতি মাওলানা আব্দুল হক, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মাওলানা রুহুল আমিন, ইসলামী ছাত্র আন্দোলন এর সভাপতি হাফেজ ফরহাদ হোসেন, হাফেজ আব্দুল মমিন প্রমূখ।#