গরু চুরি করতে গিয়ে জনতার হাতে আটক ১
রাজন আবেদীন রাজু, স্টাফ রিপোর্টার:মৌলভীবাজারের কমলগঞ্জ সদর ইউনিয়নে গরু চুরি করতে গিয়ে জনতার হাতে আটক হয়ে যুবক। স্থানীয় সূত্রে জানা যায় তাদেরকে মাঝেমধ্যে এলায় দেখা যার কিন্তু কেউ চিনেন না, আজ শনিবার রাত ৯ টার দিখে যখন দু’তিনজন এক সাথে এলাকায় ঘোরাফেরা করতে দেখা যায়, তখনি সন্দেহ হয়, তাদেরকে ধারাতে বললে তখনি দৌড়ে পালিয়ে যেতে চেষ্টা করে তখনই এলাকার যুবক ছেলেরা তাদেরকে দৌড়ে আটক করে, দুজন পালিয়ে গেলের একজনকে নাটক করতে সক্ষম হই।
সাথেসাথে স্থানীয় জনপ্রতিনিধি সদর ইউনিয়নের সদস্য প্যানেল চেয়ারম্যান (১) সোলেমান হোসেন ভুট্টা এসে তার খুঁজে খবর নেন, খবর নিয়ে জানতে পারেন সে ইসলামপুর ইউনিয়নের শ্রীপুর গ্রামের ৫ নং ওয়ার্ড, তার নাম আব্দুল জব্বার (২৫) সে পেশাদার একজন গরুচুর, তার বিরুদ্ধে গরু চুরির রয়েছে, এই বিষয়টি নিশ্চিত করেন শ্রীপুর ৫নং ওয়ার্ডের সদস্য সমুজ মিয়া। পরে তাকে থানায় সোপর্দ করা হয়।
এই বিষয় সদর ইউনিয়নের বিট অফিসার এস আই নুরে আলম জানান সে ৯ দিন আগে গরু চুরির মামলা থেকে জামিনে এসেছে।
এসে আবারো গরু চুরি করতে গিয়ে কমলগঞ্জ সদর ইউনিয়নের ৫ নং ওয়ার্ড জনতার হাতে আটক হয়েছে।
যারা পালিয়ে গিয়েছেন তাদের মধ্যে একজনের নাম হচ্ছে রাজু, (২৩) অন্য জনের নাম বলতে পারেনি।