ঢাকা | জানুয়ারী ৯, ২০২৫ - ৬:৩৬ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

ভূরুঙ্গামারীতে পুকুরে ভেসে উঠেছে লাশ পরিচয় না মিলায় বেওয়ারিশ হিসেবে দাফন

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Sunday, August 18, 2024 - 1:26 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 18 বার

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি :কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পুকুরে ভেসে উঠেছে অজ্ঞাত এক ব‍্যক্তির লাশ। পরিবারের সন্ধান না মেলায় বেওয়ারিস লাশ হিসেবে দাফন।

১৭ আগষ্ট শনিবার সন্ধ্যায় উপজেলার জয়মনিরহাট ইউনিয়নের বড় খাটামারী হাজিপাড়া গ্রামের পুকুরে অজ্ঞাত এক ব‍্যক্তির লাশ উদ্ধার করে ভূরুঙ্গামারী থানা পুলিশ।

এলাকাবাসী সূত্রে জানা যায় ওই গ্রামের একটি বাঁশঝাড় থেকে প্রচণ্ড দুর্গন্ধ আসতে থাকে। পরে এলাকাবাসী খুঁজতে গিয়ে বাঁশঝাড়ের পাশে মোকছেদুল রহমানের এর পুকুরে অজ্ঞাত এক ব‍্যক্তির লাশ দেখতে পেয়ে ঘটনাটি থানা পুলিশকে জানায়। খবর পেয়ে ভূরুঙ্গামারী থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়।

এবিষয়ে জয়মনিরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ বলেন, আমি ঘটনা শুনা মাত্রই ঘটনাস্থলে যাই। থানা পুলিশের সহায়তায় লাশ উদ্ধার করা হয়।

ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ রুহুল আমিন ঘটনার সত‍্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়া মাত্র ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছিলাম। লাশের পরিচয় নিশ্চিত করা যায়নি । পোস্টমর্টেম করে আনজুমান মফিজুল ইসলাম এর সহযোগিতায় বেওয়ারিশ লাশ হিসেবে দাফন করা হয়েছে।