রাঙ্গুনিয়ায় খালে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার
রাঙ্গুনিয়া প্রতিবেদকঃচট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার লালানগর ইউনিয়নের কুরমাই খালে গরু পার করতে গিয়ে পানির স্রোতে ভেসে যাওয়া ওই যুবককে মৃত অবস্থায় পাওয়া গেছে। রোববার (১৮ আগষ্ট) সকাল ১০ টার দিকে নিখোঁজের একই স্থানে বালির স্তুপে তার লাশ দেখতে পায় স্থানীয়রা। এর আগে শনিবার সকাল ১১টার দিকে গরু পার করতে গিয়ে পানির স্রোতে ভেসে যায় মো. আরমান(২২) নামে এই যুবক। আরমান চাঁদ নগর এলাকার মো. রাজ্জাক আলীর ছেলে।
পরিবারের বরাত দিয়ে তার বন্ধু মো. নুরুন্নবী জানান, আরমান পেশায় একজন শ্রমিক হিসেবে কাজ করে। মাঝেমধ্যে বাবার গরু ও কৃষি কাজে সহায়তা করেন। দুইদিন আগে রাতভর টানা বৃষ্টির কারণে কুলমাই খালের পানি বেড়ে গিয়েছিল, স্রোতও ছিল বেশি। সকালে আরমানের বাবাসহ গরু পার করার সময় পা পিছলে সে পানিতে পড়ে যায়। এরপর অনেক খুঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দিলে তারা ১ঘন্টা উদ্ধার অভিযান করেও ব্যর্থ হয়। পরে একপ্রকার আশা ছেড়ে দিয়ে তারা চলে যায়। আমরা পানি কমার অপেক্ষায় ছিলাম। রোববার সকালের দিকে নিখোঁজের একই স্থানে খালের বালুর স্তুপে তার মরদেহ পাওয়া যায়। একইদিন বিকেল তিনটায় জানাজা শেষে তাকে দাপন করা হবে।