বিএনপির ক্ষমতায় আসলে প্রবাসীদের লাশ বিনা খরচে দেশে পাঠানো হবে, বিএনপির নেতৃবৃন্দ
সৌদিআরব প্রতিনিধি : আগামীতে বিএনপির ক্ষমতায় আসলে প্রবাসীদের লাশ বিনা খরচে দেশে পাঠানোর হবে বলে মন্তব্য করেন সৌদিআরব পশ্চিমাঞ্চল বিএনপির আহবায়ক কমিটির নেতৃবৃন্দ। গতকাল সৌদিআরবের পশ্চিমাঞ্চলে কর্মরত রিপোর্টার্স এসোসিয়েশন সৌদিআরব এর সাংবাদিকদের সাথে মতবিময় কালে এইসব মন্তব্য করেন নেতৃবৃন্দ। এইছাড়াও প্রবাসীদের দ্রুত সময়ে পাসপোর্ট নবায়ন, ই-পাসপোর্টের ও জাতীয় পরিচয় পত্র ও প্রবাসীদের বিভিন্ন সমস্যা সবার আগে বিবেচনায় আনা হবে বলেও মন্তব্য করেন তারা।
গতকাল ৩ সেপ্টেম্বর মঙ্গলবার রাতে জেদ্দাস্থ সিজান হোটেলের হল রুমে এই মত বিনিময় সভায় বক্তব্যারা বলেন বৈষম্যবিরোধী আন্দোলন ঘিরে দেশে অস্থিতিশীল পরিবেশের সৃষ্টি হয়েছিল। ছাত্র-ছাত্রীদের এ যৌক্তিক আন্দোলনকে পুঁজি করে দুর্বৃত্তরা রাষ্ট্রীয় বিভিন্ন সম্পত্তি, স্থাপনায় হামলা ও ভাঙচুর চালায়। শেখ হাসিনার পদত্যাগের পর ক্ষতিগ্রস্ত স্থাপনাগুলো মেরামত ও দেশ পুনর্গঠনে ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স পাঠাতে প্রবাসীদের উৎসাহিত করার জন্য সাংবাদিকদের আহ্বান জানান নেতৃবৃন্দ।
দেশের সংকটকালীন পরিস্থিতি মোকাবিলায় রিজার্ভ বৃদ্ধিতে বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত প্রবাসীদেরও বৈধপথে রেমিট্যান্স পাঠাতে অনুরোধ জানান তারা।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন পশ্চিমাঞ্চল বিএনপির আহবায়ক কমিটির সদস্য সচিব মনিরুজ্জামান তপন। এতে উপস্থিত ছিলেন পশ্চিমাঞ্চল যুব দলের সভাপতি আব্দুল মান্নান, নুরুল আমিন।
সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন পশ্চিমাঞ্চল রিপোর্টার্স এসোসিয়েশন সৌদিআরব এর সভাপতি ও চ্যানেল আই এর স্পেশ্যাল প্রতিনিধি, এম ওয়াই আলাউদ্দিন, সাধারণ সম্পাদক ( এসএ টিভির জেদ্দা প্রতিনিধি) বাহার উদ্দিন বকুল, প্রধান উপদেষ্টা ( চ্যানেল আই জেদ্দা প্রতিনিধি) রুমি সাঈদ, সিনিয়র সহ-সভাপতি ( বাংলা টিভির প্রতিনিধি) সোহেল রানা, সহ-সভাপতি ( এটিএন বাংলার সৌদিআরব প্রতিনিধি ) সাজেদুল ইসলাম, সহ-সভাপতি ( এনটিভির জেদ্দা প্রতিনিধি ) মাসুদ সেলিম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ( আরটিভির জেদ্দা প্রতিনিধি ) হানিছ সরকার উজ্জ্বল, যুগ্ম সাধারণ সম্পাদক ( নিউজ টোয়েন্টিফোর সৌদিআরব প্রতিনিধি ) মোহাম্মদ ফিরোজ, সাংগঠনিক সম্পাদক ( চ্যানেল টোয়েন্টিফোর সৌদিআরব প্রতিনিধি ) সৈয়দ আহমেদ, আপ্যায়ন সম্পাদক ( এশিয়ান টিভির জেদ্দা প্রতিনিধি ) কাউছার আব্দুস সালাম, সদস্য ইকবাল প্রধান, সদস্য রফিক চৌধুরী, নোমান, শেখ রনি, আবু বক্কর রাব্বী সহ আরও অনেকেই।