ঢাকা | ডিসেম্বর ২৩, ২০২৪ - ৫:২৫ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

লায়ন্স ক্লাব অব চিটাগাং কর্ণফুলি এলিট এর মাসিক সভা অনুষ্ঠিত 

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Sunday, September 15, 2024 - 11:51 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 24 বার
চট্টগ্রাম: লায়ন্স ক্লাব অব চিটাগাং কর্ণফুলি এলিট এর নিয়মিত মাসিক সভা শনিবার, ১৪ সেপ্টেম্বর, দামপাড়াস্থ ক্লাবের অস্থায়ী কার্যালয় গাফ্ফার মেনশনে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির আসন অলংকৃত করেন লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি৪ এর ২য় ভাইস জেলা গভর্নর লায়ন মো. কামরুজ্জামান লিটন এমজেএফ। বিশেষ অতিথি ছিলেন ক্লাবের প্রধান উপদেষ্টা পিডিজি লায়ন এস. এম শামসুদ্দিন এমজেএফ। ক্লাব প্রেসিডেন্ট লায়ন মো. মেজবাহ উদ্দিন এর সভাপতিত্বে সেক্রেটারী লায়ন উজ্জল কান্তি বড়ুয়ার সঞ্চলনায় বক্তব্য রাখেন সিনিয়র গভর্নর এডভাইজার লায়ন সেতারা গাফ্ফার এমজেএফ, সিনিয়র গভর্নর এডভাইজার লায়ন মো. আহসান, গভর্নর এডভাইজার লায়ন আলাউদ্দিন আহমেদ চৌধুরী, জয়েন্ট কেবিনেট সেক্রেটারী লায়ন মোহাম্মদ জিল্লুর রহমান এমজেএফ, কনসার্ন রিজিয়ন চেয়ারপার্সন লায়ন মোহাম্মদ মুছা এমজেএফ, জোন চেয়ারপারসন লায়ন লোকপ্রিয় বড়ুয়া এমজেএফ, জোনাল এডভাইজার আইপিপি লায়ন নাজমুল হুদা এমজেএফ, ভাইস প্রসিডেন্ট লায়ন নুরুল আকবর কাজল, সার্বিস চেয়ারপারসন মোহাম্মদ জাহিদ হোসাইন, ট্রেজারার মো. শহিদুল ইসলাম শহীদ, লায়ন আমিনুর রহমান মনু, লায়ন হাবিবুর রহমান, লায়ন মো. মনির উদ্দিন চৌধুরী, লায়ন রতন সেন, লায়ন আনোয়ারা বেগম, লায়ন উম্মে হাবিবা, লায়ন আনহার বিনতে ইউনুছ, নিগার সুলতানা, লিও হোসেন মো. ইমরান নিকসন, লিও আজমাইন সাদমান, লিও এখলাস উদ্দিন আকিল প্রমূখ।।