ঢাকা | ডিসেম্বর ২৩, ২০২৪ - ১:৩১ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

বাংলাদেশ যুব ইউনিয়ন অস্ট্রেলিয়া শাখা এর কনভেনইং কমিটির অনুমদন ।

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Sunday, September 15, 2024 - 11:48 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 17 বার

ডেস্ক: ১৪ সেপ্টেম্বর ২০২৪ রবি বার অস্ট্রেলিয়ার  সিডনীতে এক সভার মধ্য দিয়ে  বাংলাদেশ যুব ইউনিয়ন এর কনভেনইং কমিটির অনুমদন প্রদান করা  হয়েছে।  সভায় সভাপতি ছিলেন এম ডি নুরূজজামান। সভায় অন লাইনে যুক্ত ছিলেন বাংলাদেশ যুব ইউনিয়ন এর কেন্দ্রীয় কমিটির সম্মানিত সভাপতি জনাব খান আসাদুজ্জামান মাসুম, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইব্রাহিম এবং আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জাহিদুল ইসলাম সজিব। সভা সঞ্চালনা করেন জহির উদ্দিন আহমেদ মাসুদ। ৮ সদস্য বিশিষ্ট কমিটির সম্মানিত  হিসেবে রয়েছেন আহ্বায়ক জহির উদ্দিন আহমেদ মাসুদ। যুগ্ম আহ্বায়ক ১। এম ডি নুরূজজামান ২। জান্নাতুল আলম লিমা। সম্মানিত সদস্য     গন হলেন : আবুল হাসনাত   চৌধুরী, রাতুল জুবায়ের,  সাইফুর রহমান, মাসুক আহমদ,  অমিত হাসান।

উক্ত অনুষ্ঠানে শপথ বাক্য পাঠ করান আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জাহিদুল ইসলাম সজিব।