ঢাকা | ডিসেম্বর ২৩, ২০২৪ - ১১:১৭ অপরাহ্ন

বাঘায় ব্র্যাকের আয়োজনে বাল্যবিয়ে মুক্ত স্বপসারথি সদস্যদের নিয়ে গ্রাজুয়েট সিরিমনি অনুষ্ঠিত

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Saturday, September 28, 2024 - 5:17 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 10 বার

সাজ্জাদ মাহমুদ সুইট, রাজশাহী:“পার করেছি আঠারো, পেরিয়ে যাবো পাহাড়ও” এই স্লোগান কে ধারন করে রাজশাহীর বাঘা উপজেলায় ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির আওতায় আঠারো বছর উত্তীর্ণ স্বপ্নসারথি কিশোরীদের কর্মসূচির পক্ষ থেকে সনদপত্র,শুভেচ্ছা উপহার ও ফুল দিয়ে সন্মাননা প্রদান করা হয়েছে।

এ উপলক্ষে ২৮ শে সেপ্টেম্বর ( শনিবার) দুপুর ১২ টায় উপজেলার মনিগ্রাম ইউনিয়নের ভানুকর স্বপসারথি দলের ১৪ তম সেশন শেষে আয়োজিত গ্রাজুয়েট সিরিমনি অনুষ্ঠানের মাধ্যমে এই সন্মাননা প্রদান করা হয়।

এসময় অনুষ্ঠানে উপস্থিতি ছিলেন কর্মসূচির বাঘা উপজেলা কর্মকর্তা মোঃ মোমিনুল ইসলাম, অভিভাবক সদস্য, সজাগ দলের সদস্য সহ স্বপসারথি ও গ্রাজুয়েট স্বপ্নসারথি কিশোরী সদস্য বৃন্দ।

উল্লেখ্য, বাল্যবিয়ে মুক্ত কিশোরীর জীবন গঠন ও স্বপসারথি কিশোরীর সুন্দর ভবিষ্যত বিনির্মানে বাঘা উপজেলায় ব্র্যাক কর্তৃক জুলাই ২০২৩ হতে জুন ২০২৫ পযন্ত ৮ টি গ্রামের (১৩ থেকে-১৭ বছর বয়সী) ২০০ জন স্বপ্নসারথি কিশোরী নিয়ে পাইলটিং প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। এর মাধ্যমে কিশোরীদের মাস ভিত্তিক জীবন দক্ষতা উন্নয়ন সেশন ও স্যানিটেরি সামগ্রী বিতারন,

অভিভাবকদের নিয়ে ত্রৈমাসিক সভা, বিভিন্ন শ্রেনী পেশার মানুষ নিয়ে ওয়ার্ড ভিত্তিক সজাগ দলের সভা, ঝুঁকিপূর্ন কিশোরীদের শিক্ষা সহায়তা বৃত্তি, গননাটক মঞ্চায়ন এবং স্বপ্নসারথি কিশোরীদের মধ্যে বাল্যবিয়ে মুক্ত আঠারো বছর উত্তীর্ণ হওয়া  কিশোরীর মাঝে সন্মাননা প্রদান কার্যক্রম বাস্তবায়ন চলমান  আছে।

এ বিষয়ে ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির রাজশাহী বিভাগীয় জোনাল ম্যানেজার মোছায় সুফিয়া বেগম বলেন ” এ ধরনের কার্যক্রম অনান্য কিশোরীদের

বাল্যবিয়ে মুক্ত জীবন গঠনে উৎসাহিত করবে এবং আত্মনির্ভরশীল প্রতিষ্ঠিত জীবন গঠনের ক্ষেত্রে বড় ধরনের ভূমিকা রাখবে। তিনি সমাজের সকল স্তরের মানুষ কে বাল্যবিয়ে মুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার উপর গুরুত্ব আরোপ করেন।