ঢাকা | ডিসেম্বর ২৬, ২০২৪ - ১২:১৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

ইতালির লিগুরিয়ার প্রেসিডেন্ট প্রার্থী কে জেনোভা বাংলাদেশ কমিউনিটির পক্ষ থেকে সংবর্ধনা

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Thursday, October 17, 2024 - 2:21 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 13 বার

জাকির হোসেন সুমন , ব্যাুরো প্রধান ইউরোপ :বাংলাদেশ কমিউনিটির পক্ষ থেকে ইতালির লিগুরিয়ার প্রেসিডেন্ট পদপ্রার্থী জেনোভার মেয়র মারকো বুঝছি কে সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

ইতালির জেনোভা শহরে স্থানীয় একটি হল রুমে মিন্টু মোড়ল ও আব্দুল্লাহ আল মামুন এর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন নয়ন ভূঁইয়া । অনুষ্ঠানের শুরুতেই বাংলাদেশ কমিটির পক্ষ থেকে ফুল দিয়ে বরণ করে নেন আহত অতিথিদের । অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন ইতালির লিগুরিয়ার প্রেসিডেন্ট পদপ্রার্থী জেনোভার মেয়র মারকো বুঝছি ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আছোসুরে আবুকাত মারিও মাসা , কান্দিদাতু ফরসা ইতালিয়া ক্লাউদিও মুজিও , গুজি পাওলো , এছাড়াও বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন বাংলাদেশ সমিতির জেনোভার সভাপতি সুজন ঢালী, মুকুল সরদার, কালাম ফরাজী, এইচ এম ফারদিন ইয়ামিন, মাসুম ব্যাপারী , মিলন ছৈয়াল , সজিব ঢালী , মনোয়ার হোসেন মুন্না , পিয়াল ভূইয়া , জাকির হোসেন , আখতার হোসেন , শামসুল আলম , নাসির বেপারী , জুয়েল রানা , হাফেজ ইমরান হোসেন , তমাল ভূঁইয়া , রোমান বেপারী , সোহেল কাবির ,আমানুল্লাহ রাজ , খাইরুল ইসলাম সহ আরো অনেকে ।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বাংলাদেশ কমিটির পাশে তারা সবসময় ছিলেন আগামী দিনেও থাকবেন ও বাংলাদেশ কমিউনিটি এত সুন্দর একটি আয়োজন করে সংবর্ধনা দেওয়ার জন্য আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। ইতালির লিগুরিয়া প্রেসিডেন্ট পদপ্রার্থী জেনোভায় মেয়র মার্কোও বুঝছি নির্বাচনে তাকে লিগুরিয়ার প্রেসিডেন্ট হিসেবে ভোটের নির্বাচিত করার আহবান জানান।