প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়ে হাসিনা আক্তার ডলি
কুলাউড়া:গত মঙ্গলবার ও বুধবার বিভিন্ন গণমাধ্যমে কুলাউড়ায় টাকা নিয়েও ভাতা দেননি মহিলা ইউপি সদস্য শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কুলাউড়া উপজেলার সদর ইউনিয়নের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত সদস্য হাসিনা আক্তার ডলি। তিনি প্রতিবাদলিপিতে উল্লেখ করেন, প্রকাশিত সংবাদে তাকে জড়িয়ে যে সংবাদ প্রকাশ করা হয়েছে তা মিথ্যা বানোয়াট ও
উদ্দেশ্যপ্রণোদিত। তিনি উক্ত সংবাদের প্রতিবাদ জানিয়ে বলেন, প্রকৃতপক্ষে বিভিন্ন ভাতার জন্য ইউনিয়নের যাদের কাছ থেকে টাকা নেয়া হয়েছিল তা চেয়ারম্যান সাহেব তার লোক মারফত ফেরত দিয়েছেন। কোন ধরণের ভাতার টাকার সাথে আমি সরাসরি সম্পৃক্ত নই এবং কারো সাথে আমি আর্থিক কোন লেনদেন করিনি।
এছাড়া আমার বাড়ির প্রবেশপথে সরকারি প্রকল্পের টাকা দিয়ে প্রায় ৫০ ফুট রাস্তা ইটসলিং করার বিষয়ে যা উল্লেখ করা হয়েছে তা সঠিক নয়। আমার ব্যক্তিগত অর্থায়নে বসতবাড়ির রাস্তার কাজটি করা হয়েছে। আমি নির্বাচিত হওয়ার পর থেকে আমার ওয়ার্ডের প্রতিটি গ্রামের মানুষের কল্যাণে নিষ্ঠার সাথে কাজ করে যাচ্ছি। এছাড়া সরকারি বিভিন্ন সহায়তা ছাড়াও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার মাধ্যমে আমার এলাকায় আমার মাধ্যমে এলাকার দরিদ্র ও অসহায় অনেক মানুষ উপকৃত হয়েছে। যতদিন দায়িত্বে আছি ততদিন মানুষের খেদমতে কাজ করে যাবো। দায়িত্বে না থাকলেও মানুষের পাশে সবসময় থাকবো এই প্রতিশ্রুতি দিচ্ছি।