ঢাকা | জানুয়ারী ১, ২০২৫ - ৫:০৮ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে দুর্বৃত্তদের হামলায় কাঞ্চন পৌর ছাত্রদলের সাবেক আহবায়ক পাভেল মিয়া নিহত

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Sunday, December 29, 2024 - 12:22 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 8 বার

নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জের রূপগঞ্জে দুর্বৃত্তদের হামলায় কাঞ্চন পৌর ছাত্রদলের সাবেক আহবায়ক পাভেল মিয়া নিহত হয়েছে। মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার কাঞ্চন পৌরসভার ৬ নং ওয়ার্ডে এ ঘটনা ঘটেছে। স্থানীয় বিএনপি নেতাদের দাবি, নব্য বিএনপি হয়ে উঠা আওয়ামীলীগের কর্মীরাই তাকে মারধর করে হত্যা করেছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, রূপগঞ্জের কাঞ্চন পৌরসভার ৬ নং ওয়ার্ডে পাবেলের বাড়ির অদূরে ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক বায়েজিদ লোকজন নিয়ে হট্টগোল করছিল। এসময় আওয়াজ পেয়ে পাবেল হট্টগোল থামাতে এগিয়ে গেলে বায়েজিদের সাথে থাকা নেতাকর্মীরা তাকে মারধর শুরু করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে পালিয়ে যায় হামলাকারীরা।

রূপগঞ্জ থানার লিয়াকত আলী জানায়, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যার সাথে জড়িতদের সনাক্ত করে গ্রেফতার করতে পুলিশী অভিযান অব্যাহত রয়েছে।