ইতালী প্রবাসী বাংলাদেশীরা বরণ করে নিলো ২০২৫ ইং বছরকে
জাকির হোসেন সুমন , ব্যাুরো প্রধান ইউরোপ :আনন্দ ও উৎসবের মধ্য দিয়ে আতশবাজি ফোটানোর মধ্য দওয়ে ইতালিয়ান সহ বিভিন্ন দেশের অভিবাসীদের ন্যায় বাংলাদেশীরাও ইংরেজি নতুন বছর ২০২৫ সাল কে বরণ করে নিলো । বিশ্বব্যাপী নানা ঘটনা, উৎকন্ঠা ও রক্তক্ষয়ী সংঘর্ষে বিশ্বের বিভিন্ন দেশ পার করলো ২০২৪ সাল।
সারাবিশ্বে শান্তির প্রত্যাশায় ২০২৫ সালকে স্বাগত জানালো ইতালি প্রবাসী বাংলাদেশী সহ বিভিন্ন দেশের প্রবাসীরা। সন্ধ্যা নামার পর হতেই জরো হতে থাকে ইতালির বিভিন্ন শহরের চত্বরে জনতা। আনন্দ , আড্ডা আর আতশবাজি ফোটানো শুরু করে রাত ৮ টার পর থেকেই। ঘড়ির কাটা যখন রাত ১২ টা ঠিক তখনই শুরু করা হয় আতশবাজির ঝলকানি। নানা রংএর আলোক ছটায় আলোকিত হয়ে ওঠে ইতালির আকাশ।
সেই আনন্দে অংশ নেন প্রবাসী বাংলাদেশীরাও। নৈশভোজ , কেক কাটা আর আতশবাজি ফুটিয়ে নতুন বছরকে স্বাগত জানান ভেনিসে বসবাসরত বাংলাদেশীরা। প্রবাসী বাংলাদেশীদের প্রত্যাশা নতুন বছর বাংলাদেশ হয়ে উঠবে শান্তিময় ও হানাহানি মুক্ত বাংলাদেশ
।