ঢাকা | এপ্রিল ৮, ২০২৫ - ৭:৩১ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

খাগড়াছড়িতে নিখোঁজের একদিন পর শিশুর লাশ উদ্ধার 

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Tuesday, March 18, 2025 - 2:21 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 11 বার
খাগড়াছড়ি প্রতিনিধি : খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়িতে উপজেলায় নিখোঁজ হওয়ার একদিন পর লাশ পাওয়া গেলো শ্মশানের পাশে পাহাড়ের ঢালুতে।
স্থানীয়সূত্রে জানা যায়, পূর্ব জুরগাছড়ি অংচাই মারমার ছেলে বাবু মারমা(১২) নিখোঁজ হয় রোববার বিকেলে। অনেক খোঁজাখুজি করেও কোথাও পাওয়া যাচ্ছিল না। নিরুপায় হয়ে সোমবার সন্ধায় স্বজনরা আবারো খুঁজতে বের হয় পার্শ্ববতি পাড়া ও জঙ্গলে। বাড়ি থেকে আনুমানিক এক কি: মি: দুরে শ্মশানের পাশে পাহাড়ের ঢালুতে দেখতে পায় বাবু মারমার লাশ। পরে পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক তদন্ত শুরু করে।
লক্ষ্মীছড়ি থানার অফিসার ইনচার্জ মু. খালেদ হোসেন জানান, বিষয়টি জানার পর ঘটনাস্থলে গিয়ে এর সত্যতা পাই। বিস্তারিত জানতে চাইলে তিনি বলেন, রোববার বিকেলে কোনো এক সময় বাবু মারমা বাড়ি থেকে বের হয়ে গেলে আর ফিরে নি। আত্মীয়-স্বজনরা অনেক খোঁজাখুজি করে। আজ রাত পৌনে ৮টার দিকে লাশ দেখতে পেয়ে খবর দেয়। পরিবারের কারো কোনো অভিযোগ নেই।
স্থানীয় বাসিন্দা রোপন চাকমা জানান, বয়সে ছোট মামাতো ভাই অভি মারমার সাথে ঝগড়া হয়। এর পর বাড়ি থেকে বের হয়ে যায়। ধারনা করা হচ্ছে বিশাক্ত যাতীয় কোনো কিছু খেয়ে আত্মহত্যা করেছে। এর বাহিরে আর কোনো ঘটনা শোনা যায় নি বলে জানান।

Proudly Designed by: Softs Cloud