ঢাকা | এপ্রিল ১২, ২০২৫ - ৭:০১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

পত্নীতলায় বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Monday, April 7, 2025 - 5:40 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 9 বার
মিজানুর রহমান, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি – নওগাঁর পত্নীতলার আকবরপুর ইউনিয়নের বড় মহারন্দী গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ (৭২) চিকিৎসাধীন অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন পুত্র সন্তান এবং এক কন্যা সন্তান বহু গুণগ্রাহী রেখে গেছেন।
তার পরিবার সূত্রে জানাগেছে, সোমবার আনুমা‌নিক সকাল ৭টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তি‌নি ইন্তেকাল করেন।
সোমবার নিজ গ্রামে আসর নামাজের পর তার জানাজা অনুষ্ঠিত হয়। এ সময় তাকে উপজেলা নির্বাহী কর্মকর্তা আলিমুজ্জামান মিলন, পত্নীতলা থানার ওসি-২ আবু তালেব সহ পুলিশের একটি বিশেষ দল গার্ড অব অনার প্রদান করে। এ সময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আখতার হোসেন তারা ও অন্যান্য মুক্তিযোদ্ধাগণ, সূধিজন প্রমুখ। নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন করা হয়।

Proudly Designed by: Softs Cloud