ঢাকা | এপ্রিল ৮, ২০২৫ - ৫:৫৭ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

পূজামণ্ডপ পরিদর্শন করলেন জামায়াত নেতা মাওলানা কামরুল আহসান ইমরুল

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Saturday, April 5, 2025 - 3:42 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 10 বার

স্টাফ রিপোর্টারঃময়মনসিংহ নগরীতে পূজামণ্ডপ পরিদর্শন করেছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য,ময়মনসিংহ মহানগর জামায়াতের আমির,আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৪ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাওলানা কামরুল আহসান ইমরুল।

শুক্রবার (৫ এপ্রিল) সন্ধ্যায় ময়মনসিংহ নগরীর দূর্গাবাড়ি,কালিবাড়ীসহ বিভিন্ন মন্দির পরিদর্শন করেন তিনি।এসময় ময়মনসিংহ জেলা জামায়াতের আমীর, আবদুল_করিম সহ জামায়াতের অন্যান্য নেতৃবৃন্দ তার সাথে ছিলেন। এসময় তিনি পুরোহিতের সঙ্গে দেখা করেন এবং খোঁজখবর নেন। পরে কামরুল আহসান ইমরুল হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে এক মতবিনিময় করেন।

মতবিনিময়কালে কামরুল আহসান ইমরুল বলেন, ময়মনসিংহের মানুষ শান্তি প্রিয়। এখানে জামায়াত, বিএনপিসহ বিভিন্ন দলের অনুসারীরা বসবাস করে। এ জেলাশহরে সংঘাত খুব কম হয়। বিভিন্ন জেলায় কিছু হিন্দু ভাইদের বাড়ি-ঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা হয়েছে শুনেছি তবে ময়মনসিংহে এ ধরনের কোন ঘটনা ঘটেছে বলে শুনা যায়নি,আর যারা এই হামলা চালাচ্ছে তারা দুর্বৃত্ত ও রাষ্ট্রদ্রোহী। তারা কখনও এ দেশের ভালো চায় না।

জামায়াতের এই নেতা বলেন, বর্তমানে রাষ্ট্রের অনেক সমস্যা চলছে। এখন রাস্তা ও থানায় খুব বেশী পুলিশ দেখা যায়না । দুর্বৃত্তরা এই সুযোগে বিভিন্ন জায়গায় লুট ও হামলা করছে। এ অবস্থায় এই রাষ্ট্রকে সবাই সহযোগিতা করতে হবে।

তিনি বলেন, জামায়াত ও ইসলামী ছাত্রশিবির সব সময় সাধারণ মানুষের পাশে থাকে। আমরা কোনো অন্যায় ও অত্যাচার সহ্য করি না। জামায়াত আমীরের কেন্দ্রীয় নির্দেশনা হলো হিন্দু ভাইদের সব সময় পাশে থাকা।

কামরুল আহসান ইমরুল আরও বলেন, ময়মনসিংহবাসীর পক্ষ থেকে অন্তর্বতী সরকারের কাছে আমার দাবি হলো ৯০ দিনের মধ্যে নির্বাচন দিন। যাতে দেশের মানুষ যাকে খুশি তাকে ভোট দিতে পারে।

এ সময় উপস্থিত ছিলেন- জামায়াতে ইসলামী জেলা ও মহানগর শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।।

Proudly Designed by: Softs Cloud