ঢাকা | এপ্রিল ১২, ২০২৫ - ৪:৪৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

ফিলিস্তিনে হামলার প্রতিবাদে তানোরে ছাত্রসমাজের বিক্ষোভ মিছিল

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Monday, April 7, 2025 - 12:59 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 7 বার

সোহানুল হক পারভেজ রাজশাহী বিভাগীয় প্রধান : ফিলিস্তিনে চলমান ভয়াবহ হামলার প্রতিবাদে রাজশাহীর তানোর উপজেলায় ছাত্রসমাজের উদ্যোগে এক বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৭এপ্রিল) সকাল ১০টায় তানোর গোল্লাপাড়া বাজার কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে তানোর বাজারে এসে শেষ হয়। এই বিক্ষোভ মিছিলে অংশ নেন তানোর উপজেলার বিভিন্ন আলিম মাদ্রাসার ছাত্র-শিক্ষক, সাধারণ শিক্ষার্থী, জনতা এবং সর্বস্তরের সচেতন মানুষ। তারা প্ল্যাকার্ড, ব্যানার ও ফিলিস্তিনের জাতীয় পতাকা হাতে নিয়ে ‘ফিলিস্তিনের শিশু হত্যার বিচার চাই’, ‘ইসরায়েলি সন্ত্রাসী হামলা বন্ধ করো’সহ নানা স্লোগান দেন। সমাবেশে বক্তারা বলেন, “ফিলিস্তিনে নিরীহ নারী-শিশুদের উপর নৃশংস হামলা চালানো হচ্ছে, যা মানবতার চরম লঙ্ঘন।

আমরা বাংলাদেশের তরুণ সমাজ হিসেবে এই বর্বরতার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। তারা আরও বলেন, মুসলিম উম্মাহর উচিত এখনই একতাবদ্ধ হয়ে ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানো। পাশাপাশি জাতিসংঘসহ আন্তর্জাতিক সংস্থাগুলোর দৃষ্টি আকর্ষণ করে তারা দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। প্রতিবাদ মিছিলটি শান্তিপূর্ণভাবে শেষ হলেও অংশগ্রহণকারীদের চোখেমুখে ছিল ক্ষোভ, বেদনা ও সহমর্মিতার ছাপ।

Proudly Designed by: Softs Cloud