ঢাকা | এপ্রিল ১২, ২০২৫ - ৫:০৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

রাঙ্গুনিয়ায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Monday, April 7, 2025 - 1:01 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 7 বার

রাঙ্গুনিয়া প্রতিনিধি:রাঙ্গুনিয়ায় পুকুরের পানিতে ডুবে আছমা সিদ্দিকা সাফা (৪) নামের এক শিশুর ম/র্মা/ন্তিক মৃ/ত্যু হয়েছে। উপজেলার দক্ষিণ রাজানগর ইউনিয়নের ২নং ওয়ার্ড খন্ডলিয়াপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। সে ওই এলাকার সৌদিয়া প্রবাসী মো. হাসান আলীর মেয়ে৷ আজ সোমবার (৭ এপ্রিল) প্রবাসফেরত পিতা দেশে ফিরলে শিশুটিকে দাফন করা হবে বলে জানান স্বজনরা।

নিহত শিশুর স্বজন এম এ জব্বার সিকদার জানান, রবিবার সন্ধ্যার দিকে বাড়ির উঠানে অন্যান্য শিশুর সাথে খেলছিলো সে। একপর্যায়ে তাকে দেখতে না পেয়ে সবাই খোজাখুজি শুরু করে। প্রায় আধাঘন্টা পর পাশের পুকুরে তার নিথর দেহ দেখতে পাওয়া যায়। তাকে সেখান থেকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। সে পরিবারে এক ছেলে ও এক মেয়ের মধ্যে ছোট সন্তান ছিলো।

স্থানীয় ইউপি সদস্য মো. ইউসুফ জানান, শিশুটির এমন মৃত্যুতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে আসে, পরিবারে চলছে শোকের মাতম। সন্তানের এমন মৃ/ত্যুর খবরে প্রবাস থেকে ছুটে আসতেছেন পিতা। তিনি বাড়ি ফিরলে সোমবার বিকালের দিকে তার লাশ দাফন করা হবে বলে জানান তিনি।

Proudly Designed by: Softs Cloud