ঢাকা | ডিসেম্বর ২৪, ২০২৪ - ৫:৪৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

হাসিনা গাজীকে চায় তারাব পৌরসভার নারী সমাজ

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Sunday, December 27, 2020 - 3:55 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 90 বার

সেলিম আহমেদ, বিশেষ প্রতিনিধিঃ সৎ, যোগ্য ও জনকল্যাণে নিবেদিত প্রার্থীকে নির্বাচিত করতে এবং প্ররোচণা ও আবেগের বশবর্তী হয়ে তারাব পৌরসভায় , মাদক ব্যবসায়ী, সন্ত্রাস ও দুর্নীতির সঙ্গে জড়িত ব্যক্তিদের ভোট না দিতে ভোটারদের প্রতি আহ্বান জানিয়েছে তারাব পৌরসভার নারী সমাজ

তারাব পৌরসভার জনগণ চেয়ারম্যান প্রার্থী মনোনয়নে একজন সৎ, যোগ্য, ত্যাগী, গ্রহণযোগ্য ও দুর্নীতিমুক্ত ব্যক্তিকে চেয়ারম্যান হিসাবে হাসিনা গাজীকে চয়েজ করেছে তারাব পৌরসভার নারী সমাজ ।

অনুসন্ধানে দেখা গেছে তারাব পৌরসভার প্রথম নারী মেয়র হাছিনা গাজী। এবারও তিনি একমাত্র নারী মেয়র প্রার্থী।তিনি রূপগঞ্জ উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি। তারাব পৌরসভার প্রতিটা ওয়ার্ডে তিনি মহিলা আওয়ামী লীগের কমিটি গঠন করেছেন। কমিটির নেতাকর্মীবৃন্দ খুবই সক্রিয় রয়েছে। পিছিয়ে নেই তারাব পৌর যুব মহিলা লীগ । ক্ষমতাসীন দলের এই দুই নারী সংগঠনের নেতাকর্মীবৃন্দ হাছিনা গাজীর পক্ষে একাট্টা হয়ে মাঠে নেমেছেন। তারা হাছিনা গাজীকে নৌকায় ভোট দিতে পৌর এলাকার নারী ভোটারদের উৎসাহিত করছে। নারী ভোটারবৃন্দ হাছিনা গাজীর উন্নয়নে ব্যাপক সাড়া দিচ্ছে। তার কারণ হিসেবে দেখা হচ্ছে ,হাছিনা গাজী প্রথম মেয়র হয়ে নারীদের অধিকার আদায়ে কাজ করেছেন। ধর্ষণ, নারী ও শিশু নির্যাতনের প্রতিবাদ করেছেন। দারিদ্র বিমোচনের জন্য মহিলাদের সেলাই মেশিন প্রদান এবং প্রশিক্ষণ, বিধবাভাতা, স্বামী পরিত্যক্তা ভাতা ও মাতৃত্বকালীন ভাতার পরিমাণ বৃদ্ধি করেছেন। যা অন্য দলের কোনো প্রার্থী করতে পারেন নাই। তিনি নারীদেরকে বুকে আগলে রাখেন সব সময়।এসকল কারণে হাছিনা গাজী নারী ভোটারদের প্রথম পছন্দ এবং তাদের ভোটে এগিয়ে থাকবে। এর বাইরেও তার নিজস্ব বিশাল ভোট ব্যাংক রয়েছে। আওয়ামী লীগ ,যুব লীগ ,স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ,ছাত্রলীগ নেতাকর্মীবৃন্দ হাছিনা গাজীর পক্ষে মাঠে রয়েছে। ভোট নিরপেক্ষ করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে প্রশাসন। নারী ভোটারদের ভোট কেন্দ্রে আসতে বিশেষ নিরাপত্তা দেবে। এবার বিরোধী দল ব্যালট ছিনতাইয়ের অভিযোগ করতে পারবে না। আওয়ামী লীগ প্রার্থীর পক্ষে যে গণজোয়ার দেখা যাচ্ছে তাতে অন্য মেয়র প্রার্থীদের ভোটের জামানত হারানোর সম্ভাবনাই বেশি রয়েছে।