আশাশুনিতে মুজিব শতবর্ষ উদযাপনে একদিনের ক্রিকেট ম্যাচে সাব-রেজিষ্ট্রি অফিস চ্যাম্পিয়ন
আহসান উল্লাহ বাবলু সাতক্ষীরা জেলা প্রতিনিধি ঃ আশাশুনিতে মুজিব শতবর্ষ উদযাপনে একদিনের ক্রিকেট ম্যাচে সাব-রেজিষ্ট্রি অফিস চ্যাম্পিয়ন হয়েছে। গতকাল সকালে চাপড়া হিন্দোল যুব সংঘের মাঠে উপজেলার সাব-রেজিষ্ট্রি অফিস ও দলিল লেখক এ্যাসোসিয়েশনের আয়োজনে মুজিব শতবর্ষ উদযাপনে এ ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়।
খেলায় সাব-রেজিষ্ট্রি অফিস ক্রিকেট একাদশ টর্সে জিতে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৯১ রান সংগ্রহ করে। জবাবে দলিল লেখক এ্যাসোসিয়েশন একাদশ ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৫৪ রান সংগ্রহ করে।
ফলে সাব-রেজিষ্ট্রি অফিস চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন। খেলায় ম্যানঅফ দ্যা ম্যাচ নির্বাচিত হন চ্যাম্পিয়ন দলের খেলোয়ার আসাদুল্লাহ আল গালিব। দলের অধিনায়ক আশাশুনি সাব-রেজিষ্টার মোস্তাক হোসেন চ্যাম্পিয়ন ট্রফি গ্রহন করেন।
অপরদিকে রানার্সআপ দলের ট্রফি গ্রহন করেন দলের অধিনায়ক দলিল লেখক সমিতির সাধারন সম্পাদক বদরুদ্দোজা সানা ও দলিল লেখক টিম ম্যানেজার মুজিবর রহমান, সহ অধিনায়ক রাবিদ মাহমুদ চঞ্চল ও সহ টিম ম্যানেজার দিপঙ্কর মন্ডল, । ধারাভার্ষে ছিলেন সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হান্নান। খেলায় আম্পায়ারের দায়িত্ব পালন করেন কামরুল ইসলাম ও দিপন কুমার মন্ডল।
খেলায় উপস্থিত ছিলেন প্রভাষক জাকির হোসেন ভুট্টো, দিপঙ্কর মল্লিক, টিম ম্যানেজার সাব-রেজিষ্ট্রি অফিস সহকারী প্রভাষ কুমার মন্ডল, সাবেক মেম্বর আলহাজ্ব সামছুর রহমান, ইয়াকুব আলী সানা, দলিল লেখক আবুল কাশেম, সুধান্য, সন্তোষ কুমার,সামছুজ্জোহা, মোর্শেদ মেহবুব লিপ্টন, শওকাত হোসেন, আশাশুনি উপজেলা রিপোর্টাস ক্লাবের সহ-সভাপতি এম এম সাহেব আলী, কুষকলীগ নেতা হাফিজুর রহমান ক্যাপ্টেন, যুবলীগ নেতা আহসান উল্লাহ আছু, মিজানুর রহমান মিজান, দলিল লেখক আইয়ুব আলী, পুলিন সরকার,স্বপন মন্ডল, আবু বক্কার, মুতৃ্যঞ্জয় সোম, শহিদ সানা, জগদীশ সানা, বরুন মন্ডল, কাশিনাশ মন্ডল,নকল নবিশ সভাপতি ইস্রাফিল কবিরসহ শরিফুল ইসলাম, সামী খান হোসনেআরা মনি, আইরিন পারভীন, শিল্পী পারভীন, ছন্দা মন্ডল,সীমা মন্ডল ও অফিস সহায়ক রফিকুল, মামুনসহ গন্যমান্য ব্যক্তিবর্গ ও দলিল লেখক এ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ।