ঢাকা | ডিসেম্বর ২৩, ২০২৪ - ২:৫৮ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

নতুন বাড়ির খোঁজে রিয়া চক্রবর্তী!

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Monday, January 4, 2021 - 3:13 pm
  • পঠিত হয়েছে: 118 বার

নবোদয় ডেস্ক : বছরের শেষপ্রান্তে এসে বাড়ির বাইরে দেখা গেলো প্রয়াত বলি অভিনেতা সুশান্তের প্রেমিকা রিয়া চক্রবর্তীকে। আর সঙ্গে ছিলেন ভাই সৌভিক চক্রবর্তীও। তিনি জামিন পেয়েছিলেন গ্রেপ্তারির প্রায় তিন মাস পর।

শোনা গিয়েছে, থাকার জন্য নতুন বাড়ির খোঁজ করছেন ভাই-বোন। আর সেই সন্ধানেই বেরিয়েছিলেন তারা।

গত ১৪ জুন সুশান্ত সিং রাজপুতের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। তা নিয়ে এখনও তদন্ত চালিয়ে যাচ্ছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (সিবিআই)। তদন্তের গতি প্রকৃতি নিয়ে কেন এখনও বিস্তারিত কিছু জানানো হল না? তা নিয়ে কিছুদিন আগেই সিবিআইয়ের সমালোচনা করেছিলেন রিয়ার আইনজীবী সতীশ মানেশিণ্ডে। সুশান্ত কাণ্ডে রিয়াকে টার্গেট করা হয়েছে বলেও অভিযোগ করেছিলেন তিনি।

বছরের শুরুতেই আবার মুম্বাই পুলিশের কমিশনার পরমবীর সিং দাবি করেন, শেষ পর্যন্ত তাদের পথেই হাঁটবে সিবিআই।

প্রমাণিত হবে, প্রয়াত বলিউড অভিনেতার মৃত্যুর তদন্তে তাদের তরফে কোনও গাফিলতি ছিল না।

রিয়া ও তার ভাই সৌভিককে মাদক যোগের অভিযোগে গ্রেপ্তার করেছিল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো এনসিবি)। ২৮ দিনের মাথায় জামিন পেয়েছিলেন অভিনেত্রী।

কিছুদিন আগে রিয়ার বন্ধু তথা ‘চেহরে’ সিনেমার পরিচালক রুমি জাফরি জানিয়েছিলেন, জেলে থাকার পর মানসিকভাবে বিধ্বস্ত হয়ে পড়েছেন রিয়া। তবে নতুন বছরেই তিনি আবার অভিনয় জগতে ফিরবেন বলে দাবি করেছিলেন রুমি।

জানিয়েছিলেন, রিয়া ও তার পরিবার নতুনভাবে জীবন শুরু করতে চাইছে। সেই কারণেই বোধ হয় নতুন ঠিকানার খোঁজ করছেন অভিনেত্রী। মুখে কিছু না বললেও পাপারাজ্জির ক্যামেরায় ধরা পড়েছে গোলাপি টি-শার্টের বার্তা। যাতে লেখা ‘লাভ ইজ পাওয়ার’ অর্থাৎ ভালবাসাই শক্তি।