ঢাকা | ডিসেম্বর ২৮, ২০২৪ - ৭:৩৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

‘প্রবাসী জনকল্যান সংস্থা”র উদ্যোগে অসহায়দের নগদ অর্থ ও প্রতিবন্ধীদের মাঝে কম্বল বিতরণ

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Friday, January 8, 2021 - 6:13 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 76 বার

নাজমুল মোড়ল, মাদারীপুর প্রতিনিধিঃ মাদারীপুরে ‘‘প্রবাসী জনকল্যান সংস্থা” উদ্যোগে অসহায় ব্যাক্তিদের মাঝে আর্থিক সাহায্য ও প্রতিবন্ধীদের মাঝে কম্বল বিতরণ করেছে ‘‘প্রবাসী জনকল্যান সংস্থা”। শুক্রবার বিকেল ৩ টায় মাদারীপুর সদর উপজেলা কুনিয়া ইউনিয়নের ত্রিভাগদী বাজার এ আর্থিক সাহায্য ও শীতবস্ত্র বিতরণ করেন উক্ত সংগঠনের কর্মীরা।

এসময় হত দারিদ্র ৪ জন অসহায় ব্যাক্তিকে নগদ ২০ হাজার টাকা বন্টন করে দেয়া হয় এবং ১০০ শত প্রতিবন্ধীদের মাঝে শীতবস্র করা হয়।

‘‘প্রবাসী জনকল্যান সংস্থা” একটি অরাজনৈতিক, অলাভজনক , স্বেচ্ছাসেবী , শিক্ষা অনুরাগী, সাংস্কৃতিক ও জনকল্যান মূলক সংগঠন। উক্ত সংগঠনের উদ্যোগে বিগত দিনেও বিভিন্ন জনকল্যান মূলক কাজ করে থাকে, তারি ধারাবাহিকতায় শুক্রবার ‘‘প্রবাসী জনকল্যান সংস্থা”র পক্ষথেকে এ আর্থিক সাহায্য ও শীতবস্র বিতরণ করা হয়।

এসময় আলহাজ্ব হাবিবুর রহমান এর পরিচালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উক্তসংগঠন সাথে জড়িত- ত্রিভাগদি বাজার কমিটির সভাপতি মোঃ মাহবুব সরদার। সহ উক্ত সংগঠনের উপদেষ্টা কমিটির সদস্যরা ও পরিচালনা কমিটির সদস্য বৃন্দরা