কুলাউড়ায় শীতার্ত মানুষের পাশে উৎসর্গ ফাউন্ডেশন
আকাশ আহমেদ কুলাউড়া প্রতিনিধিঃ “উষ্ণতার স্পসর” উৎসর্গ ফাউন্ডেশন কুলাউড়া উপজেলা শাখার আয়োজনে শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরন করা হয়েছে।
(৮ জানুয়ারী) শুক্রবার বিকালে কুলাউড়া শহীদ মিনার প্রাঙ্গনে অসহায়,দরিদ্র মানুষের মাঝে এ শীতবস্ত্র(কম্বল) বিতরন করা হয়।
সংগঠনের কুলাউড়ার আহবায়ক মো নজরুল ইসলামের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক সুমন আহমদের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা ফজলুল হক খাঁন সাহেদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুলাউড়া বিআরডিবির ভাইস চেয়ারম্যান সাংবাদিক মোঃ তাজুল ইসলাম,কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক মেহেদী হাসান খালিক, উৎসর্গ ফাউন্ডেশন মৌলভীবাজারের সভাপতি সাংবাদিক মো বেলাল হোসাইন, কুলাউড়া পৌর ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান জনি,কুলাউড়া সংলাপ পত্রিকার স্টাফ রিপোর্টার আশরাফুল ইসলাম জুয়েল, সাংবাদিক আকাশ আহমেদ, নিজামিয়া বিস্কুটি মাদ্রাসার সহকারী শিক্ষক মাওলানা মিসবাহ উদ্দিন,কুলাউড়া উপজেলা তালামীযের সহ-সভাপতি আব্দুল মুবিন জিহাদী ,উৎসর্গ ফাউন্ডেশন কুলাউড়া শাখার যুগ্ম আহবায়ক বাবর আহমদ তারেক,মিজানুর রহমান মাহবুব,কাদিপুর ইউপি তালামীযের সাধারন সম্পাদক মেহেদী হাসান সাঈদ, যুগ্ম সম্পাদক ইসমাঈল হোসেন,সাংগঠনিক সম্পাদক রেদোয়ান আহমদ,আমিনুল ইসলাম,তারেক আহমদ প্রমুখ।