বন্ধুত্বের স্মৃতিকথা
লেখক: অধ্যাপক ও চেয়ারম্যান, প্রফেসর ড. হারুন রশীদ -দর্শন বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়।
(বন্ধুবর আবু জামিল জীবনের স্মৃতির প্রতি উৎসর্গীকৃত-৩)
পৃথিবী নামক ওয়ার্কশপে
যন্ত্রের নাটবল্টুর ভূমিকায়
অবতীর্ণ আমরা,
টিকে আছি অস্তিত্বের হাবভাবে-
তেলাপোকা সদৃশ জীবনের স্ট্যাটাস
আর বাগাড়ম্বরপূর্ণ বুলিসর্বস্বতায়।
অস্বাভাবিক স্বাভাবিকতার পোশাকী রূপে
যান্ত্রিক কার্যকারণ সম্পর্কের
নিয়মবদ্ধতার নিয়ন্ত্রণে শৃঙ্খলিত
আমরা মানুষেরা,
মৃত্যু অবধারিত এই সত্য জেনে
অথবা মেনে-
হোক তা বৈজ্ঞানিক অথবা ধর্মীয়,
বেঁচে থাকার মোহে মোহাবিষ্ট আমরা।
কৃত্রিম অনুভূতি আর যান্ত্রিক বোধ
আমাদের অভ্যন্তরীণ গঠনপ্রকৃতি-
আছি আমরা বহাল তবিয়তে
কিন্তু তুমি নেই বন্ধু,
আছে তোমার সদ্য রেখে যাওয়া
তাজা সব স্মৃতি-
এইতো সেদিন তুমি এলে
নতুন করে জয় করলে
আমাদের যন্ত্রচালিত হৃদয়,
অতঃপর কোনো বিজ্ঞপ্তি ছাড়াই
চলে গেলে তুমি
অনিশ্চিত জীবনের মোহ ছেড়ে,
কোনো মোহই তোমাকে স্পর্শ করেনি
বন্ধুত্বের বন্ধন, এমনকি প্রকৃতি প্রেম।
আজ তোমার মোহমুক্তি ঘটেছে
কিন্তু নির্বানপ্রাপ্তি ঘটেছে কি?
প্রশ্ন জাগে মনে
উত্তর খুঁজে পাই না
নিশ্চুপ নিরুত্তর তুমি, তোমার প্রিয় প্রকৃতি,
ভাবতে পারছি না
তোমার সরব অনুপস্থিতির নিরবতা
মানতে পারছি না,
অথচ তোমার নিরব উপস্থিতি
টের পাই সারাক্ষণ-
মনে হয় হৃদয়টাকে ক্ষতবিক্ষত করি
ইচ্ছে হয় পৃথিবীটা ছিড়েখুঁড়ে তছনছ করি।
আজ আমি প্রতিবাদী, প্রিয় বন্ধু আমার
তোমার মৃত্যুকে আমি মানি না,
মানি না কোনো মত
কোনো বিশ্বাস,
কোনো বৈজ্ঞানিক সূত্র-
এ আমার ক্ষোভ, আমার বিদ্রোহ
হৃদয় উৎসারিত বিক্ষুব্ধ অনুভূতি,
শুধু স্মৃতিই আজ আমার মত
আমার বিশ্বাস, আমার পৃথিবী,
বন্ধু তুমি আছ আমাদের হৃদয়ে
প্রবলভাবে, আমাদের অস্তিত্ব জুড়ে
অমর, অবিনশ্বর স্মৃতিকথা হয়ে।