বাকলিয়ায় সাবেক ছাত্রলীগ নেতা সুমনের নেতৃত্বে নৌকার পক্ষে গণসংযোগ
কাজেমুল হাসান শাহেদ, চট্টগ্রাম প্রতিনিধিঃ আসন্ন চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী এম রেজাউল করিম চৌধুরীর পক্ষে নৌকা মার্কায় ভোট চেয়ে গণসংযোগ করেছেন সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সম্পাদক আবু সাঈদ মোঃ সুমন।
১৭ নং পশ্চিম বাকলিয়া ওয়ার্ডে সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সম্পাদক আবু সাঈদ মোঃ সুমনের নেতৃত্বে এই গণসংযোগ অনুষ্ঠিত হয়।গণসংযোগকালে উপস্থিত ছিলেন মহানগর যুবলীগ নেতা নাছির উদ্দিন নোবেল, চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক অভিমন্যু, অকক্সবাজার জেলা ছাত্রলীগের সাবেদ সদস্য সৈয়দ মোহাম্মদ তকী, সিটি কলেজ ছাত্রলীগ নেতা এস এম বুলবুল আহমেদ, আরমান কাদের, চাঁন্দগাঁও থানা ছাত্রলীগ যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদুল আলম বাবু, বাকলিয়া থানা ছাত্রলীগ নেতা ইমেল কান্তি শীল, ছাত্রলীগ নেতা আল ফয়সাল মোহাম্মদ জুমরান, আমজাদ হোসেন চৌধুরী, ইসহাক, ফারদিন আজিম প্রমুখ।গণসংযোগকালে সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সম্পাদক আবু সাঈদ মোঃ সুমন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে বাংলাদেশ উন্নয়নের মহাসড়কে দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে।
উন্নয়নের এই যাত্রা অব্যাহত রাখতে চসিক নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী এম রেজাউল করিম চৌধুরীকে নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করুন।এছাড়াও ১৭ নং পশ্চিম বাকলিয়া ওয়ার্ডে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত কাউন্সিলর প্রার্থী শহিদুল আলমকে ঘুড়ি মার্কায় ও ১৭,১৮ ও ১৯ নং সংরক্ষিত মহিলা আসনে শাহীন আকরার রোজীকে আনারস মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করার আহবান জানান তিনি।