ঢাকা | ডিসেম্বর ২৭, ২০২৪ - ১২:৪৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

চসিক নির্বাচনে ও লাটিমের সমর্থনে কাউন্সিলর প্রার্থী সমুনের গণসংযোগ

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Thursday, January 21, 2021 - 11:09 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 94 বার

মোঃ শহিদুল ইসলাম ( শহিদ), সিনিয়র স্টাফ রিপোর্টার চট্টগ্রাম:- ৩৯নং দক্ষিণ হালিশহর ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী হাজি মোঃ জিয়াউল হক সুমনের লাটিম সমর্থনে বন্দরটিলা এলাকার বিভিন্ন স্থানে গণসংযোগওপথসভা কর্মসূচি ২০জানুয়ারী বিকেল ৪টা থেকে অনুষ্ঠিত হয়।

একই দিন জিয়াউল হক সুমন ওয়ার্ডের বাসা বাড়ী এলাকায় ঘরে ঘরে লাটিমের সমর্থনে গণসংযোগ করে প্রচার পত্র বিলি করেছেন। এসময় সমাজসেবী মোঃ সেলিম আফজাল, মোঃ লোকমান হাকিম, মোঃ ইলিয়াছ, মোঃহারুণ, মোঃনাছির উদ্দিন, তৌহিদুল ইসলাম ইনু, মিজানুর রহমান,হাজী শাহাবুদ্দিন,এম.এ কাশেম,মনির , জাহাঙ্গীর, সোহেল, ইকবাল হোসেন নয়ন, জোবায়ের খলিল দিপু, দুলাল, জসিম উদ্দিন, রাসেল সহ স্থানীয় নেতৃবৃন্দ গণসংযোগ কালে উপস্থিত ছিলেন। পরে কাউন্সিলর প্রার্থী জিয়াউল হক সুমনের লাটিম সমর্থনে এলাকার সর্বস্তরের জনগণের সমন্বয়ে এক তার নির্বাচনী কার্যালয়ে মতবিনিময় সভায় মিলিত হোন।

গণ সংযোগ কালে নেতৃবৃন্দরা মেয়র পদে নৌকা, সুমনের লাটিমএবং শাহানুরের গ্লাস প্রতীকে ভোট কামনা করেছেন।

কাল বৃহস্পতিবার ও কাউন্সিলর প্রার্থী জিয়াউল হক সুমনের লাটিম সমর্থনে ৩৯নং ওয়ার্ডের অবশিষ্ট অংশে গণসংযোগ ও পথ সভা অনুষ্ঠিত হবে।