ঢাকা | ডিসেম্বর ২৫, ২০২৪ - ১০:৩৭ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

চসিক নির্বাচনে নৌকা ও লাটিমের সমর্থনে ৩৯ নং ওয়ার্ডে যুবলীগের গনসংযোগ

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Friday, January 22, 2021 - 1:22 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 93 বার

মোঃ শহিদুল ইসলাম (শহিদ), সিনিয়র স্টাফ রিপোর্টার চট্টগ্রাম:- নগর নির্দেশনায়, চসিক নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী” বীর মুক্তিযোদ্ধা মোঃ রেজাউল করিম চৌধুরী ’র নৌকা”এবং কাউন্সিলর প্রার্থী জিয়াউল হক সুমনের লাটিম সমর্থনে বন্দরটিলা বাজার এলাকায় বৃহস্পতিবার সন্ধ্যায় গণ সংযোগ করেন।

এসময় যুবলীগের সাঃসম্পাদক মোঃ সেলিম রেজা ,যুগ্ন-সাধারন সম্পাদক মোঃ জামাল উদ্দিন ,যুবলীগ নেতা মোঃ জামাল হোসেন , হেলাল,রাসেল মাহমুদ, লিটন সহ অন্যান্য নেতৃবন্দ উপস্থিত ছিলেন। গনসংযোগটি বন্দরটিলার শহীদ নুরুজ্জামান সড়ক ,আশ-পাশের অলি-গলিতে প্রচার পত্র বিলি সহ নৌকা ওলাটিমের জন্য ভোট কামনা করেন।