ঢাকার কেরানীগঞ্জে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান স্বাধীনতা দিবস পালিত
কেরানীগঞ্জ প্রতিনিধি : ঢাকারকেরানীগঞ্জে রবিবার ভোরে মনু ব্যাপারীর ঢালে শহীদ স্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে কেরানীগঞ্জ উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, বিভিন্ন স্থরের নেতাকর্মী ও সর্বস্থরের জনগণ। পরে উপজেলা পরিষদ মাঠে পতাকা ও পায়রা উড়িয়ে দিবসের উদ্বোধন করেন কেরানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীন আহমেদ।
এসময় উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফয়সল বিন করিম,সহকারী কমিশনার (ভূমি) শাহাদাৎ হোসেন, সহকারীকমিশনার ভুমিআমেনা মারজান, বীর মুক্তিযোদ্ধা শাহজাহান দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি শাহ জামাল ও কেরানীগঞ্জ মডেল থানা ওসি মামুন অর রশিদ প্রমুখ।
অনুষ্ঠানে বিভিন্ন স্কুল-কলেজের ছাত্রছাত্রীদের অংশগ্রহণে কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শনী হয়।