ঢাকা | ডিসেম্বর ২৫, ২০২৪ - ১০:৫৪ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

ভাবখালী বাজারে উপজেলা স্যানিটারী ইন্সপেক্টরের অভিযান

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Tuesday, April 4, 2023 - 6:21 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 66 বার

ষ্টাফ রিপোর্টারঃময়মনসিংহ সদর উপজেলার ভাবখালী ইউনিয়নের ভাবখালী বাজারে দুধ মহলে অভিযান চালিয়েছে উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক। এ সময় দুধ মহালে ল্যাক্টোমিটারে পরীক্ষা করে বেশ কয়েকজন অসাধু দুধ ব্যবসায়ীর কাছ থেকে প্রায় ৩০ লিটার পানি মিশ্রিত দুধ পাওয়া গেলে তা জব্দ করে জনসমক্ষে ধ্বংস করা হয় একই সাথে সতর্ক করা হয় অন্যান্য দোকানদারদের।

মঙ্গলবার (৪এপ্রিল) বিকালে ময়মনসিংহ সদর উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক (দায়িত্বপ্রাপ্ত) মোঃ মাহবুব হোসেন এর নেতৃত্বে এ অভিযান চালানো হয়। এ সময় বাজার এলাকার বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান পরিদর্শন করে ব্যবসায়ীদের পণ্য ক্রয়ের রশিদ সংরক্ষণ, ব্যবসায়ীদের মাঝে নিরাপদ খাদ্য আইন, ভোক্তা অধিকার আইন সম্পর্কে প্রচারণা চালান মো. মাহবুব হোসেন।

অভিযানকালে ইফতার সামগ্রী তৈরী, সংরক্ষণ এবং বিক্রয় করার ক্ষেত্রে স্বাস্থ্য বিধি কঠোরভাবে মেনে চলতে ব্যাবসায়ীদের নির্দেশনা প্রদান করা হয় এবং উপস্থিত জনতাদের নিরাপদ খাদ্য সম্পর্কিত স্বাস্থ্যশিক্ষা প্রদান করাসহ ব্যবসায়ীদের মূল্য বেশি না রাখা, অনুমোদন বিহীন পণ্য বিক্রি না করার পরামর্শও দেন। উপজেলার বিভিন্ন বাজারে এ অভিযান পরিচালনা করে আসছেন ময়মনসিংহ সদর উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক (দায়িত্বপ্রাপ্ত) মোঃ মাহবুব হোসেন।

আজকের এই অভিযান পরিচালনায় স্বাস্থ্য সহকারী কামরুজ্জামান ও আশরাফুল ইসলাম এবং সিএইচসিপি শাহাদাত হোসেনসহ স্থানীয় জনপ্রতিনিধিরা তাকে সার্বিক সহযোগীতা প্রদান করেন।

জনস্বার্থে বাজার তদারকি অব্যাহত থাকবে বলেও উল্লেখ করেন মাহবুব হোসেন।