ধর্মপাশা সদর ইউনিয়ন ৭নং ওয়ার্ড যুবদলের কমিটি পুনর্গঠন করার লক্ষ্যে কর্মী সভা
ফারুক আহমেদ,ধর্মপাশা:সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ধর্মপাশা সদর ইউনিয়ন ৭নং ওয়ার্ড শাখা যুবদলের কমিটি পুনর্গঠন করার লক্ষ্যে কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১০এপ্রিল) বিকেল ৪টার দিকে ওই ইউনিয়নের মহদিপুর বাজের বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ধর্মপাশা সদর ইউনিয়ন ৭নং ওয়ার্ড শাখা এই কর্মী সভার আয়োজন করে।
সভায় ধর্মপাশা উপজেলা বিএনপির সহ-সভাপতি মোঃ আব্দুল হকের সভাপতিত্বে ও ধর্মপাশা সদর ইউনিয়ন শাখা যুবদলের সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম শাকিলের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যদেন, ধর্মপাশা সদর ইউনিয়ন শাখা যুবদলের সভাপতি ওমর ফারুক রুবেল, বিশেষ অতিথির বক্তব্যদেন, ধর্মপাশা সদর ইউনিয়ন শাখা যুবদলের সিনিয়র সহ-সভাপতি মাঈন উদ্দিন আহমেদ, যুগ্ন-সাধারণ সম্পাদক মোঃ আব্দুল আউয়াল, সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেন সুজাত প্রমুখ। এসময় স্থানীয় এলাকাবাসী সহ বিভিন্ন অঙ্গসংগঠনের কর্মী ও নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।