মান্দায় কর্মসূচি কাজের উদ্বোধন
মান্দা প্রতিনিধি : নওগাঁর মান্দায় অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি (ইজিপিপি) কাজের উদ্বোধন করা হয়েছে। আজ সোমবার বেলা ১১টার দিকে উপজেলার কুসুম্বা ইউনিয়নের চকশ্যামরা গ্রামে এ কাজের উদ্বোধন করা হয়। এ উপলক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লায়লা আঞ্জুমান বানুর সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভা বক্তব্য দেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেজাউল করিম, কুসুম্বা ইউনিয়নের চেয়ারম্যান নওফেল আলী মন্ডল, কুসুম্বা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আমিনুল ইসলাম প্রমুখ। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেজাউল করিম বলেন, ইজিপিপি ২য় পর্যায় কাজে উপজেলার ১৪ ইউনিয়নে ২০৫৭ জন শ্রমিককে নিযুক্ত করা হয়েছে। প্রতিদিন কাজের বিনিময়ে একজন শ্রমিক ৪০০ টাকা করে মজুরি পাবেন। এসব শ্রমিক দিয়ে ৬৬টি প্রকল্প বাস্তবায়ন করা হবে।