ঢাকা | ডিসেম্বর ২৭, ২০২৪ - ৩:০৩ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

তারাকান্দায় বর্ষবরণ উপলক্ষ্যে মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Friday, April 14, 2023 - 4:20 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 73 বার

ষ্টাফ রিপোর্টারঃ পহেলা বৈশাখে বাংলা নববর্ষ ১৪৩০ বরণ উপলক্ষ্যে ময়মনসিংহের তারাকান্দা উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ষবরণ মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৪ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলা প্রশাসন কার্যালয়ের সামনে থেকে বের হয়ে মঙ্গল শোভাযাত্রাটি বগুড়া শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

এসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ফজলুল হক, উপজেলা নির্বাহী অফিসার মিজাবে রহমত, উপজেলা আওয়ামীলীগের সভাপতি বাবু প্রদিপ চক্রবর্তী রনু ঠাকুর, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নজরুল ইসলাম নয়ন, মহিলা ভাইস চেয়ারম্যান সালমা আক্তার কাকন, অফিসার ইনচার্জ আবুল খায়ের প্রমুখসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা,সংস্কৃতিকর্মীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন।

মঙ্গল শোভাযাত্রা শেষে উপজেলা প্রশাসন চত্ত্বরে বাংলা নববর্ষ বরণ ১৪৩০ উপলক্ষ্যে লোকজ মেলাসহ উপজেলা প্রশাসন মিলনায়তনে বাঙালি বিভিন্ন সাংস্কৃতিক উৎসবের আয়োজন করা হয়। এই মেলায় বাংলার ঐতিহ্যবাহী বিভিন্ন খেলা ও লোকজ সামগ্রী প্রদর্শণ করা হয়েছে বলে জানা গেছে।

দিবসের শুরুতে জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন করেন উপজেলা নির্বাহী অফিসার মিজাবে রহমত । একই সাথে সংগীত শিল্পীরা ‘এসো হে বৈশাখ, এসো এসো’ সংগীত পরিবেশনের মাধ্যমে নববর্ষকে স্বাগত জানায়।