ঢাকা | ডিসেম্বর ২৬, ২০২৪ - ১১:৪৫ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

ত্রিশালের ফাতেমা নগর উচ্চ বিদ্যালয়ে বর্ষবরণ   আলোচনা সভা 

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Friday, April 14, 2023 - 7:57 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 53 বার

ময়মনসিংহ প্রতিনিধি:বাংলা বর্ষপঞ্জির প্রথম মাস বৈশাখের প্রথম দিনে বাংলা নতুন বছরকে স্বাগতম জানানোর জন্য অনুষ্ঠিত হয় বর্ষবরণ উৎসব । ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গেই শুরু হয়ে যায় বাংলা নববর্ষকে বরণ করে নেওয়ার নানা আয়োজন ৷

দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষে শুক্রবার (১৪ এপ্রিল) পহেলা বৈশাখ বাংলা নববর্ষ উপলক্ষে সকালে ত্রিশাল উপজেলার ঐতিহ্যবাহী ফাতেমা নগর উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বর্ষবরণ ও মঙ্গল শোভাযাত্রা আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শোভাযাত্রাটি উদ্বোধন করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক রঞ্জন কুমার তরফদার।

মঙ্গল শোভাযাত্রায় অংশ নেন বিদ্যালায়ের শিক্ষক শিক্ষার্থী, স্থানীয় গণ্যমান্য, রাজনৈতিক, সামাজিক, জনপ্রতিনিধিসহ বিভিন্ন পেশাশ্রেণীর ব্যক্তিবর্গরা ।

মঙ্গল শোভাযাত্রা নিয়ে স্থানীয় কালীর বাজারসহ বিভিন্ন প্রদক্ষিন করে বিদ্যালয় মিলনায়তনে শেষ করা হয়। পরে সেখানে নববর্ষের আলোচনা সভা সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ করা হয়। শোভাযাত্রায় বাঙালীর নানা ঢংয়ের পোষাক পড়ে এবং নানা রঙের ব্যানার-ফ্যাস্টুন বহন করা হয়।