ঢাকা | ডিসেম্বর ২৯, ২০২৪ - ৫:৩৭ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

মদিনায় চট্টগ্রাম পুলিশ সুপার টুরিস্ট আপেল মাহমুদ সংবর্ধিত

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Wednesday, May 10, 2023 - 2:07 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 143 বার

খলিল চৌধুরী, সৌদি আরব প্রতিনিধি- সৌদি আরবে পবিত্র ওমরাহ পালনে আসা চট্টগ্রাম পুলিশ সুপার প্রধান (টুরিষ্ট) আপেল মাহমুদ মদিনা প্রবাসীদের পক্ষ থেকে সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মক্কা ওমরাহ পালন শেষে মদিনা মনোয়ারা রওসুলের রওজামোবারক জেয়ারত গেলে গত ৯ মে রাাতে মদিনা নগরীর একটি কমিনিউটি সেন্টারে মদিনা প্রবাসী ফোরামের সভাপতি আবদুস সামাদ আজাদের সভাপতিত্বে ফোরামের সাধারণ সম্পাদক শাহ মুহাম্মদ সেলিম উদ্দিনের সঞ্চলনায শুরুতে কোরাআন তেলওয়াতের মাধ্যমে এ সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়।

এ সংবর্ধনা ও মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংবর্ধিত অতিথি চট্টগ্রাম পুলিশ সুপার (টুরিস্ট) আপেল মাহমুদ।

বিশেষ অতিথি ছিলেন মদিনা প্রবাসী ফোরামের সহ-সভাপতি মুহাম্মদ রফিক, ব্যবসাযী আবদুর রহিম।

সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন মুহাম্মদ দিদারুল আলম, মুহাম্মদ এরশাদ, মিজানুর রহমান চৌধুরী ও ইসমাইল হোসেন সোহেল প্রমুখ। এ সংবর্ধনা ও মতবিনিময় সভায মদিনা মনোয়ারার বিপুল সংখ্যক প্রবাসী উপস্থিত ছিলেন।

শেষে সংবর্ধিত অতিথি চট্টগ্রাম পুলিশ সুপার প্রধান (টুরিস্ট) আপেল মাহমুদ’কে মদিনা প্রবাসী ফোরামসহ প্রবাসীদের পক্ষ থেকে পৃথক পৃথকভাবে ফুলেল শুভেচছা জানান।