ঢাকা | ডিসেম্বর ২৭, ২০২৪ - ৪:১৯ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

রওশন এরশাদের নেতৃত্বেই কাউন্সিল অনুষ্ঠিত হবে: গোলাম মসীহ্

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Wednesday, May 10, 2023 - 5:19 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 48 বার

প্রেস ব্রিফিং:জাতীয় পার্টির সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব ও সংসদের বিরোধী দলীয় নেতার রাজনৈতিক সচিব গোলাম মসীহ্ এক বিবৃতিতে বলেছেন, জাতীয় পার্টির প্রধান পৃষ্টপোষক ও বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ দলীয় নেতা-কর্মীরা চাইলে, গঠনতন্ত্র মোতাবেক এবং দলের বিশেষ প্রয়োজনের তাগিদে কাউন্সিল বা বিশেষ কাউন্সিল আহবান করতে পারেন। তাঁকে গত কাউন্সিলেই এই ক্ষমতা কাউন্সিলারই স্বতঃর্স্ফুতভাবে অনুমোদন দিয়েছেন। কেননা তিনি জাতীয় পার্টির অন্যতম প্রতিষ্ঠাতা, এই দলের প্রধান প্রতিষ্ঠাতা প্রয়াত পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের পাশে থেকে দলের সুদিনে-দুর্দিনে কাজ করেছেন।

তিনি যখন ফাষ্ট লেডি ছিলেন তখনও দলের নেতা-কর্মীদের সাথে নিয়ে রাজপথে কাজ করেছেন। তিনি কাজ করেছেন পথকলিদের জন্য এবং মাদকমুক্ত সমাজ গঠনের জন্য। সেটা শুধুমাত্র দলের নেতাকর্মীরাই নয় দেশবাসীও জানে। বেগম রওশন এরশাদ এই দলের জন্য মাসের পর মাস কারাবরণ করেছেন।

বুধবার (১০মে) জাতীয় পার্টির সম্মেলন প্রস্তুতি কমিটির প্রেস সচিব, জামাল উদ্দিন জামাল প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে তিনি আরও বলেন,বিরোধী দলীয় উপনেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের সহ দলের সকল নেতা-কর্মী এই কাউন্সিলে উপস্থিত থাকবেন। জাতীয় পার্টি কারো ব্যক্তিগত প্রতিষ্ঠান নয় নেতা-কর্মীরাই দলের প্রাণ। গতকাল মুজিবুল হক চুন্নু এমপি, আমাদের নেত্রী বেগম রওশন এরশাদকে রাজনৈতিকভাবে হেয় করে এবং কটাক্ষ করে যে বক্তব্য দিয়েছেন তা অনাকাঙ্খিত ও অপ্রত্যাশিত। বেগম রওশন এরশাদ এখনও জাতীয় সংসদের মর্যাদা সম্পন্ন ব্যক্তি ও বিরোধী দলীয় নেতা।

গোলাম মসীহ্ বলেন, বেগম রওশন এরশাদ উপলব্ধি করেছেন, যারা এরশাদ মুক্তি আন্দোলনে রাজপথে ছিলো, যারা বছরের পর বছর দলীয় কর্মকান্ডে ছিল অথচ তাদের দলের মধ্যে কোন যথাযথ মূল্যায়ন করা হয় নাই। বেগম রওশন এরশাদ তাঁদের কথা বিবেচনা করে নেতা-কর্মীদের মূল্যায়নের জন্য এবং নতুন নেতৃত্ব বিকাশিত করার জন্য এই কাউন্সিলের উদ্যোগ গ্রহণ করেছেন এবং সবার সাথে আলোচনা করেই কাউন্সিলের দিন/তারিখ ঠিক করা হবে।