ঢাকা | ডিসেম্বর ২৪, ২০২৪ - ১:৫৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

যুব ক্রীড়া ও ইউনিসেফ   এর যৌথ উদ্যোগে সিটি কর্পোরেশন শিশু- কিশোর ক্রীড়া প্রতিযোগিতা

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Wednesday, May 10, 2023 - 5:43 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 70 বার
সামদানি হোসেন বাপ্পী ময়মনসিংহ:আজ সকাল ১০ টায় রফিক উদ্দিন ভূইয়া স্টেডিয়াম মাঠে যুব ক্রীড়া ও ইউনিসেফ বাংলাদেশ এর যৌথ উদ্যোগে সিটি কর্পোরেশন এলাকায় বসবাসরত শিশু- কিশোর ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ এহতেশামুল আলম।
অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ ইউসুফ আলী।
প্রতিযোগিতায় অনুষ্ঠানে সভাপতিত্বে করেন মসিকের ১১ নং ওয়ার্ড কাউন্সিল ও ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি মোঃ ফরহাদ আলম।
এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা ক্রীড়া অফিসার আবদুল বারী, ০৩ নং ওয়ার্ড কাউন্সিল ও ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক স্থায়ী কমিটির সদস্য মোঃ শরিফুল ইসলাম শরিফ, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি সাজ্জাদ জাহান চৌধুরী শাহীন।
আরও উপস্থিত ছিলেন ৩০ নং ওয়ার্ড কাউন্সিল মোঃ আবুল বাশার, মহিলা কাউন্সিল মোঃ সেলিনা আক্তার ও মসিকের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা সহ বিভাগীয় কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।