কেরাণীগঞ্জের আগানগর ইউনিয়নে মুক্ত বাজেট ঘোষণা
কেরাণীগঞ্জ(ঢাকা)প্রতিনিধি:দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধিন আগানগর ইউনিয়নের ২০২৩-২৪ অর্থ বছরের মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। ইউনিয়ন পরিষদ কার্যালয়ে স্থানীয় বিভিন্ন শ্রেণী পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে এ বাজেট ঘোষণা করা হয় ।
আগানগর ইউপি চেয়ারম্যান হাজী মো. জাহাঙ্গীর শাহ খুশী’র সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা মো.শাহনেওয়াজ, বীর মুক্তি যোদ্ধা গোলাম মোস্তফা, ঢাকা জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আসরারুল হাসান আসু, দক্ষিণ কেরাণীগঞ্জ থানা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মো.আমান উল্লঅহ মন্টু,আমবাগিচা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামীমা ইয়াসমিন, ইউপি সচিব মো.রনি মিয়া, ইউপি সদস্য হাজী মো.কামাল আলী, মো. শাহিন, মো.মিন্টু মিয়া, আহসান তুহীন, আব্দুর রাজ্জাক রুবেল,দেলোয়ার হোসেন দেলু,ফারজানা ইসলাম চাদনী,আনোয়ারা বেগম, তাহমিনা প্রমুখ।
সভায় ২০২৩-২৪ অর্থ বছরে আগানগরের জন্য ৩ কোটি ৬২ লাখ ৮৩ হাজার টাকার বাজেট ঘোষনা করা হয়। তার এ ধরনের প্রকাশ্য বাজেট ঘোষনাকে স্বাগত জানিয়েছেন আগানগর ইউনিয়নবাসী। এলাকার সাধারণ জনগন মনে করেন তার ভেতর স্বচ্ছতা আছে বলেই তিনি বিগত কয়েকবছর যাবত একইভাবে এলাকার বিভিন্ন শ্রেনী পেশার মানুষের উপস্থিতিতে বাজেট ঘোষণা করে আসছেন। এছাড়া এলাকার উন্নয়নে এলাকাবসীর সৎ পরামর্শ ও সার্বিক সহযোগীতা চেয়ে আসছেন।
যা কেরানীগঞ্জের অন্য কোন ইউনিয়নে দেখা যায়নি বলেও এলাকাবাসী মত প্রকাশ করেছেন। তাই এলাকাবাসী উপজেলার প্রতিটি ইউনিয়নেই এধরনের অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে বাজেট ঘোষণা ও ইউপি চেয়ারম্যানদের কাজের স্বচ্ছতা দেখতে চান।