মান্দায় অনুর্ধ্ব ১৭ জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন
নওগাঁ প্রতিনিধি : নওগাঁর মান্দায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান অনুর্ধ্ব ১৭ বালক ও শেখ ফজিলাতুন্নেছা মুজিব অনুর্ধ্ব ১৭ বালিকা জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন করা হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে আজ রোববার বেলা ১১টার দিকে উপজেলার কয়াপাড়া কামারকুড়ি উচ্চবিদ্যালয়ে মাঠে এ খেলার উদ্বোধন করা হয়। এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকির মুন্সী, মান্দা থানার পরিদর্শক (তদন্ত) মেহেদী মাসুদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেজাউল করিম, সহকারী শিক্ষা কর্মকর্তা পবিত্র কুমার, উপজেলা একাডেমিক সুপারভাইজার আব্দুল লতিফ, বীরমুক্তিযোদ্ধা অ্যাড. আব্দুল মান্নান, বিষ্ণুপুর ইউনিয়নের চেয়ারম্যান গোলাম আজম, মান্দা সদর ইউনিয়নের চেয়ারম্যান তোফাজ্জল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। উদ্বোধনী খেলায় বালকে মান্দা সদর ইউনিয়ন ও বিষ্ণুপুর ইউনিয়ন ১—১ গোলে ড্র করে। পরে ট্রাইব্রেকারে জয়লাভ করে বিষ্ণুপুর ইউনিয়ন।