ঢাকা | জানুয়ারী ১১, ২০২৫ - ৩:৪১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

রাজশাহীর বাঘায় ট্রাক ও প্রাইভেট কারের সংঘর্ষ, আহত ৪

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Monday, June 12, 2023 - 4:17 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 24 বার

বাঘা( রাজশাহী) প্রতিনিধি:রাজশাহীর বাঘায় ট্রাকের সঙ্গে প্রাইভেট কারের সংঘর্ষের ঘটনায় ৪জন আহত হয়েছে। আজ সোমবার বিকেল ৪ টায় উপজেলার ছাতারি ইক্ষু সেন্টার ও প্রাণিসম্পদ দপ্তরের মাঝামাঝি স্থানে ঘটনাটি ঘটে।

ঘটনার স্থল থেকে জানাযায়, ছাতারি ইক্ষু সেন্টারের সামান্য পশ্চিম দিকে প্রাণিসম্পদ দপ্তরের দিকে যাচ্ছিল একটি ক্যারেট বাহি ট্রাক ও অপর দিক থেকে আসছিল প্রাইভেট কারটি। এমতাবস্থায় প্রাইভেট কারের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে প্রাইভেট কারটি ভেঙ্গে চুরমার হয়ে যায়। এবং কারে থাকা চালক সহ চারজন যাত্রী গুরুতর ভাবে আহত হয়। তবে কার চালক দীপু রায় এর অবস্থা গুরুতর। দীপু রায় বাঘা পৌরসভার জিরো পয়েন্ট এলাকার বাসিন্দা। এদিকে ঘটনার স্থল থেকে ট্রাক চালক পালিয়ে যায়।

উপজেলা স্বাস্থ্য কপপ্লেক্সে থেকে জানাযায়, প্রাইভেট কার চালক দীপু রায়ের অবস্থা গুরুতর হওয়ায় তাকে বাঘা উপজেলা স্বাস্থ্য কপপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে।