ঢাকা | জানুয়ারী ৯, ২০২৫ - ৯:২০ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে মার্কেটিং ম্যানেজমেন্ট ফেয়ার অনুষ্ঠিত

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Monday, June 12, 2023 - 4:29 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 74 বার

রাকিব মাহমুদ, রবীন্দ্র বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:পুথিগত বিদ্যালাভের পাশাপাশি অর্জিত জ্ঞানের ব্যাবহারিক প্রয়োগের দক্ষতা অর্জনের লক্ষ্যে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থীরা আয়োজন করেছে মার্কেটিং ম্যানেজমেন্ট ফেয়ার।

আজ সোমবার (১২ জুন) বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন – ২ এর প্রাঙ্গণে এই মেলা অনুষ্ঠিত হয়েছে। সকালে মেলা উদ্বোধন করেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শাহ্ আজম।

ফেয়ারে পণ্য কুঠির, সেলস এক্সপ্রেস, দেওরার দোকান, ম্যাংগো এন্ড মোর, মার্কেটিং এক্সপ্রেস, মুড অন, পণ্য বিচিত্রা স্টল অংশ নিয়েছে।

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থীদের মার্কেটিং ম্যানেজমেন্ট কোর্সের অর্জিত জ্ঞানের প্রায়োগিক দক্ষতা অর্জনের লক্ষ্যে আয়োজিত হয়েছে এই মেলা।

ফেয়ারে শিক্ষার্থীদের বিভিন্ন স্টলে ছিল হরেক রকম পণ্যের মহাসমারোহ। পাটের কারুপণ্য, হাতে তৈরি গহণা, হ্যান্ডপেইন্টেড পোশাক, হাতে তৈরি বুকমার্কস, মাটির তৈরি পণ্য। তবে স্টলগুলোতে প্রাধান্য পেয়েছে খাবার। বাহারি নকশী পিঠা, বিভিন্ন ধরনের পুলি পিঠা, হাতে তৈরি বিভিন্ন নাশতা, আমসত্ত্ব, পুডিং, জুস, আচার, মিষ্টি, কেক, ঝালমুড়ি, আম, বিভিন্ন পাটিসাপটা ইত্যাদি। বাদ যায়নি চাইনিজও। আয়োজন করা হয়েছে পাস্তা, ফ্রাইড রাইস, চিলি চিকেন, কেসুনাট সালাদ এসবও।

ফেয়ারে ঘুরতে আসা একজন দর্শনার্থী সায়েমা বলেন, এই মেলাটি অন্যরকম ছিল। গতানুগতিক ধারার মতো না। সব রকমের পণ্য ছিল, যা সত্যিই ভালা লাগার মতো। এছাড়াও বিভিন্ন পণ্য অল্প দামেই পেয়েছি।

ফেয়ারের পণ্য কুঠির স্টলের সত্ত্বাধিকারী শিক্ষার্থী ফায়েজুর রহমান বলেন,

বইতে মার্কেটিং নিয়ে যা যা পড়েছি, ফেয়ারে তা এপ্লাই করে প্রমোশন করেছি। আশানুরূপভাবে তাই অনেক ক্রেতা এসেছে। লাভের জন্য অংশগ্রহণ না হলেও সব ব্যয় শেষেও যখন লাভ থাকল তখন সত্যিই আনন্দ অনুভূত হচ্ছে। সত্যিকার অর্থে বাস্তবিক একটি দক্ষতা অর্জন করলাম।

মার্কেটিং ম্যানেজমেন্ট কোর্সের শিক্ষক ও মেলার তত্ত্বাবধায়ক প্রশান্ত কুমার পোদ্দার বলেন,

চতুর্থ শিল্প বিপ্লবের যুগে দক্ষ জনশক্তি গড়তে বিষয়ভিত্তিক জ্ঞানের পাশাপাশি ব্যবহারিক শিক্ষা প্রদান আবশ্যক। আর শিক্ষার মাধ্যম টা যত আনন্দদায়ক হবে শিক্ষার্থীদের শিখার আগ্রহ ততই বাড়াবে। সেই আলোকে শিক্ষার্থীদের ৩য় বর্ষের পঠিত কোর্স “মার্কেটিং ম্যানেজমেন্ট” থেকে তারা যে তত্ত্বীয় জ্ঞান লাভ করেছে সেটার প্রায়োগিক সক্ষমতা যাচাই করাই ছিল এই ইভেন্টের প্রধান উদ্দেশ্য। যেখানে একটা পণ্য প্রস্তুতের পর থেকে প্রচার ও প্রচারণার বিভিন্ন মাধ্যম ব্যবহার করে তার পণ্য ও সেবা সম্পর্কে সবাইকে জানানো, টার্গেট কাস্টমার নির্ধারণ করে পণ্যের বিক্রয় বৃদ্ধি,ভোক্তার কাছে পৌঁছে দেয়া ও সেটার বিক্রয় পরবর্তী সেবা এবং ভোক্তার সাথে সুসম্পর্ক স্থাপনের মাধ্যমে দীর্ঘদিন বাজারে টিকে থাকার প্রয়াস সব এই মেলার মাধ্যমে শিক্ষার্থীরা শিখবে। বস্তুত, তত্ত্বীয় পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীরা যদি সেটার এপ্লিকেশন টা হাতে কলমে শিখতে পারে তাহলেই একটা পরিপূর্ণ শিক্ষার বহিঃপ্রকাশ ঘটে। আশা করি শিক্ষার্থীরা আজকের এই ইভেন্ট শেষে তত্ত্বীয় শিক্ষার পাশাপাশি বাস্তবিক শিক্ষা লাভ করবে যা পরবর্তী সময়ে তাদের অনেক উপকারে আসবে।

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শাহ্ আজম বলেন, আমরা যদি শিক্ষার্থীদের উদ্যোক্তা হিসেবে না গড়তে পারি, তাহলে ২০৪১ সালে বাংলাদেশকে উন্নত অর্থনৈতিক দেশ হিসেবে গড়ার লক্ষ্যমাত্রা অর্জন কষ্টসাধ্য হবে।

একটি গতানুগতিক ধারণা যে বিশ্ববিদ্যালয়ে পড়ে শুধু চাকুরী প্রত্যাশী গড়ে তুলতে পারে। এই ধারণা বদলাতে শিক্ষার্থীদের বাস্তবমুখী কর্মকাণ্ডে যুক্ত করতে হবে এবং তাদের সৃজনশীলতাকে চর্চার মাধ্যমে তাদেরকে উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে সক্ষম করতে হবে।আমি অভিভূত এই মেলার আয়োজন দেখে। এই মেলা শিক্ষার্থীদের দক্ষ হিসেবে গড়ে তুলতে এই মেলা অবশ্যই সহায়তা করবে।