ময়মনসিংহে কাঁচা রাস্তার গাইড ওয়াল বাঁধ ভেঙে গুড়িয়ে দিয়েছে প্রভাবশালীরা
ষ্টাফ রিপোর্টার ময়মনসিংহ:ময়মনসিংহের চর ঈশ্বরদিয়া ইউনিয়নের বড়বিলা মোড়ের মাটির কাঁচা রাস্তা রক্ষায় ভাঙ্গন টেকানোর নির্মিত গাইড ওয়াল ভেঙে গুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় একটি প্রভাবশালী মহলের বিরুদ্ধে।
সোমবার (১২ জুন ২০২২) সকালে ময়মনসিংহ সদর উপজেলার ৬নং ঈশ্বরদিয়া ইউনিয়নের বড়বিলা মোড়ে এ ঘটনাটি ঘটে। এলাকার জিয়া উদ্দিন আনুশা এর নেতৃত্বে এই ঘটনা ঘটেছে বলে জানান স্থানীয়রা। এ ভাঙ্গার কাজ চলমান রয়েছে বলেও স্থানীয় সুত্রে জানা গেছে ।
উপজেলা প্রশাসনের উদ্যোগে চর বড়বিলার একটি পুকুরের কারণে জনগণের চলাচলের একটি গুরুত্বপুর্ণ রাস্তার ভাঙ্গন টেকাতে সরকারের অর্থায়নে বিপুল টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছিল বিশালাকারের গাইড ওয়াল। উপজেলা প্রশাসনের মাধ্যমে মোটা অঙ্কের টাকা খরচ করে নির্মিত উক্ত গাইড ওয়ালটি প্রভাবশালী চক্রটি কোন অদৃশ্য ক্ষমতাবলে ভেঙ্গে দিচ্ছে এই নিয়েও এলাকায় চলছে আলোচনা সমালোচনার প্রতিক্রিয়া। আর রাস্তার নীচের মাটি সরে যাওয়ার কারনেই সেটির জন্য নির্মিত হয়েছে গাইড ওয়াল।
বড়বিলা রাস্তার পাশ দিয়ে পুকুর থাকাই রাস্তার ভাঙ্গন টেকানো ও সুরক্ষার জন্য নির্মিত গাইড ওয়ালটি ভেঙে দেওয়ার ফলে বড় ধরণের ক্ষতি হতে পারে এমন ধারণা এলাকাবাসীর। তাই এলাকাবাসী চক্রটির বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা নিতে প্রশাসনের সহযোগিতা প্রত্যাশা করেন ।
এ বিষয়ে জেলা প্রশাসক মোস্তাফিজার রহমানকে অবগত করলে তিনি দ্রুত ব্যবস্থা নেয়ার ব্যাপারে আস্বস্ত করেন। উপজেলা নির্বাহী অফিসার সফিকুল ইসলামকে ঘটনাটি জানালে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়ার আস্বস্ত করেন।