ঢাকা | ডিসেম্বর ২৫, ২০২৪ - ১০:২৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

তারাকান্দায় উপজেলা চেয়ারম্যান হিসেবে দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হলেন এড ফজলুল হক

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Tuesday, June 13, 2023 - 8:18 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 88 বার

ষ্টাফ রিপোর্টারঃময়মনসিংহের তারাকান্দা উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসাবে দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হয়েছেন বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এডভোকেট ফজলুল হক ।

সোমবার (১২ জুন) দিনভর অবাধ,নিরপেক্ষ ও শান্তিপুর্ণ পরিবেশে ভোট গ্রহণ শেষে রাতে উপজেলা প্রশাসনের রিটার্নিং অফিসারের ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্র থেকে সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার সফিকুল ইসলাম তাকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করেন।

উপজেলার ১০৪ কেন্দ্রের মধ্যে সবকটির ফল ঘোষণা করা হয়েছে। ঘোষিত ফলে নির্বাচনে বহুল আলোচিত স্বতন্ত্র প্রার্থীকে ৩৭৯৯ভোটের ব্যবধানে হারিয়ে দ্বিতীয় বারের মত নৌকা প্রতীক নিয়ে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এডভোকেট মোঃ ফজলুল হক।তিনি পেয়েছেন ২৬৭৬৮ ভোট ও তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী নুরুজ্জামান সরকার বকুল পেয়েছেন ২২৯৬৯ ভোট।

এর আগে, সকাল ৮টা থেকে তারাকান্দা উপজেলা নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়। বড় ধরনের কোনো সংঘাত ছাড়াই অনেকটা অবাধ নিরপেক্ষ ও শান্তিপূর্ণ পরিবেশে বিকাল ৪টায় শেষ হয় নির্বাচন। পরে ভোট গণনা শেষে সন্ধ্যায় ফল প্রকাশ হয়।

তারাকান্দায় উপজেলা চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন এডভোকেট ফজলুল হক (বাংলাদেশ আওয়ামী লীগ, নৌকা প্রতীক), মোঃ রফিকুল ইসলাম মন্ডল (ইসলামী আন্দোলন বাংলাদেশ, হাত পাখা), মো.এস এ মাসুদ তালুকদার (জাতীয় পাটি, লাঙ্গল), নুরুজ্জামান সরকার বকুল (স্বতন্ত্র, ঘোড়া)।

দ্বিতীয় মেয়াদে বিজয়ী হয়ে গণতন্ত্রের মানসকন্যা বঙ্গবন্ধুর কন্যা দেশরত্ন শেখ হাসিনার ও বর্তমান সরকারের মাননীয় প্রতিমন্ত্রী ফুলপুর তারাকান্দা আসনের জাতীয় সংসদ সদস্য শরীফ আহমেদ সহ

উপজেলার সর্বস্তরের ভোটার ও প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বিজয়ী আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এড ফজলুল হক বলেন, ‘তারাকান্দা উপজেলায় বসবাসরত শান্তিপ্রিয় উপজেলাবাসী। আপনাদের অক্লান্ত পরিশ্রম ও ভোটে আমি তারাকান্দা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দ্বিতীয়বার নির্বাচিত হয়েছি। বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী যে আশা ও আকাঙ্ক্ষা নিয়ে আমাকে আপনাদের মাঝে পাঠিয়েছেন। ভোটের মাধ্যমে আমাকে নির্বাচিত করে মাননীয় প্রধানমন্ত্রী সেই আকাঙ্ক্ষা আপনারা পূরণ করেছেন।

আমি সর্বপ্রথম বাংলাদেশের মানুষের আসার প্রদীপ মাননীয় প্রধানমন্ত্রী ও দেশনেত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানাই। পাশাপাশি ফুলপুর- তারাকান্দা আসনের জাতীয় সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী আমাদের তারাকান্দার গর্ব প্রিয় নেতা শরীফ আহমেদ সহ সাধারণ নাগরিক, ভোটার ও আমার দলীয় নেতা-কর্মী যারা নির্বাচনের সাথে জড়িত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সাংবাদিকদের জানাই কৃতজ্ঞতা।’

নির্বাচনী প্রতিশ্রুতি পর্যায়ক্রমে বাস্তবায়নের আশাবাদ ব্যক্ত করে এড ফজলুল হক বলেন, ‘নির্বচনী ইশতেহারের মাধ্যমে আপনাদের দেওয়া অঙ্গীকার ও প্রতিশ্রুতি পর্যায়ক্রমে বাস্তবায়ন করব ইনশাআল্লাহ।