ঢাকা | ডিসেম্বর ২৫, ২০২৪ - ১১:৪৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

জয়তুন ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে ৩ মাসব্যাপী টিউবও‌য়েল প্রকল্প সম্পন্ন

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Wednesday, June 14, 2023 - 5:34 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 83 বার
শ‌হিদুল ইসলাম, সি‌লেট:জয়তুন ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ, বালাগঞ্জ, গোলাপগঞ্জ,  উপজেলার বি‌ভিন্ন ইউনিয়ন সহ সি‌লেট শহ‌রের বি‌ভিন্ন স্থা‌নে দীর্ঘ ৩ মাসব্যাপী মোট ১৬০‌টি টিউবও‌য়েল স্থাপন করা হয়েছে।
প্রকল্প পরিচালনার দা‌য়ি‌ত্বে ছি‌লেন অত্র ট্রাস্টের ভাইস প্রেসিডেন্ট এনামুল কবির ও সদস‌্য শাহজাহান মিয়া।
উল্লেখ্য, ২০০১ সাল থেকে জয়তুন ওয়েলফেয়ার ট্রাস্ট অসংখ্য সামাজিক সেবামূলক কার্যক্রম অত্যন্ত সুনামের সাথে পরিচালনা করে আসছে।
 রাবেয়া তাহেরা মজিদ এর ব্যক্তিগত তহবিলে গঠিত জয়তুন ওয়েলফেয়ার ট্রাস্ট সবসময় গরীব, অসহায় মানুষের পাশে থাকবে ব‌লে আশা ব‌্যক্ত ক‌রেন।
এবং আব্দুল মজিদ ও বেগম মজিদ ম‌নে ক‌রেন বাংলা‌দেশ সরকার একার প‌ক্ষে দে‌শের উন্নয়ন এ‌গি‌য়ে নেওয়া সম্বব না ব‌লে ম‌নে ক‌রেন তাই তারা সমা‌জের বিত্তবান‌দের প্রতি অনু‌রোধ অসহায় অব‌হে‌লিত মানুষের প্রতি সমাজের সামর্থ্যবান ও বিত্তশালীদের সাহায্যে এ‌গি‌য়ে আশার আহ্বান জানান।