নিয়ামতপুরে বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের (অনুর্ধ্ব-১৭) পুরস্কার বিতরণী অনুষ্ঠান
নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধিঃ বিশে^র সবচেয়ে জনপ্রিয় খেলা ফুটবল। বাংলাদেশেও তার ব্যতিক্রম ছিল না। কিš‘ কালের বিবর্তনে সেই জনপ্রিয় খেলা হারতে বসেছিল। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা সফল প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জন্যই আজকে আবার সেই হারিয়ে যাওয়া ফুটবল খেলা জনপ্রিয় হয়ে উঠেছে।
সারা দেশে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেখ ফজিলাতুন নেছা মুজিব জাতীয় ফুটবল টুর্নামেন্টের আয়োজন করে আবার সেই হারিয়ে যাওয়া ফুটবলকে জনপ্রিয় করে তুলেছেন। ১৩ মে মঙ্গলবার বিকেলে নিয়ামতপুর সরকারী বহুমুখী মডেল উ”চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সং¯’ার আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনুর্ধ্ব ১৭) ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি ভার্চুয়ালী প্রধান অতিথির বক্তৃতায় উপরোক্ত কথাগুলো বলেন।
উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা ক্রীড়া সং¯’ার সভাপতি ইমতিয়াজ মোরশেদের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপ¯ি’ত ছিলেন নওগাঁ জেলা প্রশাসক উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহমেদ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ নাদিরা বেগম, অফিসার ইন চার্জ আসাদুজ্জামান আসাদ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাহিদ হাসান বিপ্লব।
প্রধান অতিথি আরো বলেন, শেখ হাসিনা আছে বলেই দেশ আজ স্বল্পোন্নত দেশে পরিনত হয়েছে। অল্প সময়ের মধ্যে উন্নত রাষ্ট্রে পরিণত হবে বাংলাদেশ। বাংলাদেশ আজ রোল মডেল।
উপজেলা ক্রীড়া সং¯’ার সাধারণ সম্পাদক ও ভাবিচা ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ¦ ওবাইদুল হকের সার্বিক তত্ত¡াবধানে অন্যান্যের মধ্যে উপ¯ি’ত ছিলেন নিয়ামতপুর সদর ইউপি চেয়ারম্যান আলহাজ¦ বজলুর রহমান নঈম, শ্রীমন্তপুর ইউপি চেয়ারম্যান আলহাজ¦ রফিকুল ইসলাম।
ফাইনাল খেলায় বাহাদুরপুর ইউনিয়ন ট্রাইবেকারে ৩-২ গোলে নিয়ামতপুর সদর ইউনিয়ন পরিষদকে পরাজিত করে চ্যাম্পিয়ন হন। পরে চ্যাম্পিয়ন ও রানারআপ দলের হাতে ট্রফি তুলে দেন বিশেষ অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহমেদ।