হাতীবান্ধা উপজেলা জাতীয় পার্টির দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাটের হাতীবান্ধায় জাতীয় পার্টির দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে হাতীবান্ধায় বেঙ্গল বাংলোয় উপজেলা জাতীয় পার্টির আয়োজনে দ্বী বার্ষিক সম্মেলনে উপজেলা জাতীয় পার্টির আহবায়ক আবুল কাশেম মিয়ার
সভাপতিত্বে,
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও জেলা জাতীয় পার্টির আহবায়ক শেরিফা কাদের এমপি। এসময় ইউনিয়ন কাউন্সিলর দের মতামতের ভিত্তিতে হাতীবান্ধা উপজেলা জাতীয় পার্টির আহবায়ক আবুল কাশেমকে সভাপতি ও সদস্য সচিব শফিকুল ইসলাম কে সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করা হয়।
এবং আগামী পনেরো দিনের মধ্যে পুর্নাঙ্গ কমিটি জমা দেয়ার নির্দেশ প্রদান করা হয়। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব মোস্তফা সেলিম বেঙ্গল ও জেলা জাতীয় পার্টির সদস্য সচিব জাহিদ হোসেন লিমন , জেলা জাতীয় পার্টির সদস্য আনছার আলী, জেলা জাতীয় পার্টির সদস্য আহম্মদ আলী, উপজেলা জাতীয় পার্টির সদস্য নায়েব আলী মেম্বার, জাতীয় ছাত্র সমাজের সভাপতি মাইদুল ইসলাম সহ আরো অনেকে।