ঢাকা | ডিসেম্বর ২৬, ২০২৪ - ৯:০৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

ইতালির ভেনিসে ক্রিকেট টুর্নামেন্ট শুরু

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Monday, June 19, 2023 - 10:34 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 163 বার

জাকির হোসেন সুমন , ব্যাুরো চিফ ইউরোপ :ইতালির ভেনিসে জোবান্নি পের লা ওমানিতার আয়োজনে ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়েছে। ইতালির ভিভিন্ন শহর হতে ১৬ টি দল এ টুর্নামেন্টে অংশগ্রহণ করেছে। ভেনিসের কাম্পাল্তো মাঠে আয়োজিত ম্যাচে উদ্ভোধনী ম্যাচে ১০ ওভারে ভেনিস ক্রিকেট ক্লাব ও ভৈরব ক্রিকেট একাদশ প্রতিদ্বন্দ্বিতা করেন। খেলায় ব্যাট করতে নেমে ভেনিস ক্রিকেট ক্লাব ১০ ওভারে ৭ উইকেটে ১১৭ রান করে।

জবাবে ভৈরব ক্রিকেট একাদশ ২ উইকেটে ১১৮ রান করে জয়ী হন। দিনের অপর ম্যাচে ত্রেভিজো বাংলা টাইগার টসে জিতে ব্যাট করতে নেমে ২ উইকেটে ১৪৩ রান করেন। জবাবে ওল্ড ইজ গোল্ড ৮ উইকেটে ৯৮ রান করেন। সে সময় খেলার মাঠে টুর্নামেন্ট কর্মকর্তা সহ বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশীরা উপস্থিত থেকে ২ টি খেলা উপভোগ করেন । আয়োজকেরা জানান ১৬ টি দলের অংশ গ্রহনে এই টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে ৩০ শে জুলাই।