নিয়ামতপুরে বঙ্গবন্ধুর জুলিও কুরি শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উদযাপন
নিয়ামতপুর(নওগাঁ)প্রতিনিধিঃ নওগাঁর নিয়ামতপুর উপজেলায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জুলিও কুরি শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে চিত্রাংকন প্রতিযোগিতা, আলোচনা সভার আয়োজন করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (২২ জুন) উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নিয়ামতপুর উপজেলা নির্বাহী অফিসার ইমতিয়াজ মোরশেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহমেদ। এ সময় উপজেলা একাডেমিক সুপারভাইজার জাকির হোসেন,
নিয়ামতপুর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জনি আহমেদ,উত্তরা মডেল হাই স্কুলের সহকারী শিক্ষক আতিকুল ইসলাম আতিক সহ বিভিন্ন শ্রেনী পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রধান অতিথি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মানুষের ন্যায্য অধিকার আদায়ে আজীবন সংগ্রাম করে গিয়েছেন। তিনি বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় অনন্য ভূমিকা পালন করেন। উল্লেখ্য, উপজেলায় জুলি ও কুরি প্রতিযোগিতায় নিয়ামতপুর উত্তরা মডেল স্কুলের ছাত্রী শামিমা খাতুন প্রথম স্থান ও সাদিয়া তৃতীয় স্থান অর্জন করেন।