ঢাকা | জানুয়ারী ১৫, ২০২৫ - ১২:০২ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

ইতালিতে ভেনিস বৃহত্তর কুমিল্লা সমিতি‘র অভিষেক অনুষ্ঠিত

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Monday, July 3, 2023 - 11:31 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 115 বার

জাকির হোসেন সুমন, ব্যাুরো চীফ ইউরোপ : ইতালির ভেনিসে বসবাসরত বাংলাদেশী কুমিল্লার বিভিন্ন উপলেলার প্রবাসীদের নিয়ে সম্প্রতি ভপনিস বৃহত্তর কুমিল্লা সমিতির গঠিত হয়। প্রথম দিকে আংশিক কমিটি ঘোষণা করা হলেও পরবর্তী সময়ে পূর্নাঙ্গ কমিটি ঘোষনা, ঈদ পুনর্মিলনী ও অভিষেক অনুষ্ঠানের আয়োজন করেন সংগঠনটি। কুমিল্লা,ব্রাহ্মণবাড়িয়া ও চাঁদপুর নিয়ে ভেনিস বৃহত্তর কুমিল্লা সমিতি ইতালি।সভায় ২৫১ সদস্য বিশিষ্ট কার্যকরি কমিটি গঠন করে ও ৩১ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদের পরিচয় করিয়ে দেওয়া হয় । চাঁদপুরের বেলাল হোসেনকে প্রধান উপদেষ্টা এবং কুমিল্লার নেমাল চৌধুরী ও বি বাড়িয়া‘র আনিসুর রহমানকে সদস্য সচিব করে নতুন উপদেষ্টা পরিষদ গঠন করা হয়।

ভেনিসের মেস্রে র ঢাকা বিরিয়ানি হাউজে আয়োজিত অভিষেক অনুষ্ঠানে ‘ভেনিস বৃহত্তর কুমিল্লা সমিতি‘র সভাপতি কুদ্দুস চৌধুরী’র সভাপতিত্বে , সহ সভাপতি মমিনুল ইসলাম ও মাকসুদ রহমান সঞ্চালনায় দুই শতাধিক প্রবাসী বাংলাদেশী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ ।

ইতালির ভেনিসে বৃহত্তর কুমিল্লা প্রবাসীর বসবাস। বৃহত্তর কুমিল্লার প্রতিটি উপজেলা, পৌরসভা ও সিটি কর্পোরেশনের মধ্য থেকে ২৫১ সদস্য নিয়ে কার্যকরী কমিটি এবং ৩১ সদস্যের উপদেষ্টা পরিষদ নিয়ে অভিষেকের মাধ্যমে যাত্রা শুরু করলো নতুন কমিটি। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন সংগঠনের ধর্ম বিষয়ক সম্পাদক সালেহ আহমদ। এরবপর বক্তব্য রাখেন সংগঠনের প্রধান উপদেষ্টা বিল্লাল হোসেন, সিনিয়র সহ-সভাপতি শফিক গাজী, সহ সভাপতি আশরাফ পাটোয়ারী, সদস্য সচিব নেমাল চৌধুরী, উপদেষ্টা ইকবাল আহমেদ, উপদেষ্টা আবু সাঈদ, যুগ্ম সম্পাদক মোখলেছ সরকার, উপদেষ্টা জাহাঙ্গীর আলম প্রমূখ। আলোচনা পর্ব শেষে সংগঠনের পক্ষ থে আহত অতিথিদের ফুল দিয়ে বরন করে নেন সংগঠনের নেতৃবৃন্দ । পরিশেষে নৈশ ভোজের মাধ্যমে সভার সমাপ্তি ঘটে।