তানোরে নিখোঁজ জেলের মৃতদেহ মোহনপুরে উদ্ধার!
সোহানুল হক পারভেজ, রাজশাহী : রাজশাহীর মোহনপুর উপজেলার কালিগ্রাম এলাকা হতে সঞ্জিত হালদার নামে (৪৮) নিখোঁজ একজন হিন্দু জেলের মৃতদেহ উদ্ধার করেছে মোহনপুর থানা পুলিশ।
সঞ্জিত তানোর উপজেলার মাসিন্দা হালদারপাড়ার বিষুপদর ছেলে। তিনি দীর্ঘদিন ধরে শিবনদে মাছ শিকার করে জীবিকা নির্বাহ করে করছিলেন। গত ৫ জুলাই সঞ্জিত নিখোঁজোর পর ৮ জুলাই তানোর থানায় নিখোঁজ জিডি করা হয়।গত রোববার ১৬ জুলাই দুপুরের দিকে বিলে সঞ্জিতের মৃতদেহ দেখতে পায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় তানোর এবং মোহনপুর থানা পুলিশ। মৃতদেহটি মোহনপুর সিমান্তে উদ্ধার হওয়ায় মৃতদেহ মোহনপুর থানায় নিয়ে আসে পুলিশ। মৃতদেহটি সঞ্জয়ের তা সনাক্ত করেছে তার পরিবার।
এব্যাপারে মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিম বাদশাহ বলেন, মৃতের লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। থানায় অপমৃত্যু মামলা দায়ের হয়।