ঢাকা | জানুয়ারী ১৩, ২০২৫ - ১:১৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

চট্রগ্রাম নগরীর বন্দর,ইপিজেড  অভিযানে চোরাই মোবাইল–ইয়াবা সহ ৪জন আটক

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Wednesday, July 19, 2023 - 4:21 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 42 বার

মোঃ শহিদুল ইসলাম বিশেষ প্রতিনিধিঃচট্টগ্রাম নগরীর সিএমপি পুলিশের পৃথক অভিযানে নগরীর বন্দর ও ইপিজেড থানা এলাকা থেকে মোট ৪ জন কে আটক করেছে পুলিশ টিম।

সিএমপি চট্রগ্রাম দপ্তর সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী গত ১৭ জুলাই মোঃ রায়হান নামে যুবক সল্টগোলা ক্রসিং মোড়ে পৌঁছালে সেখানে মোবাইলে কথা বলা অবস্থায় ১ জন ছিনতাইকারী বাসের জানালা দিয়ে বাদির ব্যবহৃত One Plus-9Pro 5 টাচ মোবাইল (মূল্য অনুমান ৫৫,০০০/- টাকা) জোরপূর্বক ছিনিয়ে নিয়ে যায়।

সে দ্রুত সল্টগোলা পুলিশ বক্সে বিষয়টি অবহিত করলে তৎক্ষণাৎ বন্দর থানার অফিসার ইনচার্জের নির্দেশনা মোতাবেক এসআই-আব্দুল্লাহ আল নোমানসহ পুলিশ ফোর্স অভিযান পরিচালনা করে বাদির শনাক্ত মতে ঘটনার মূল হোতা অভিযুক্ত মোঃ জুয়েলকে বন্দর থানাধীন দঃ মধ্যম হালিশহর লোহারপুল, ফজল আমিন কোম্পাঞ্জর বিল্ডিংয়ের নিচতলা থেকে আটক।
বাদির ব্যবহৃত One Plus-9Pro 5 টাচ মোবাইল সেট উদ্ধার করে।
প্রাথমিক তদন্তে আটককৃতর বিরুদ্ধে সিএমপির বিভিন্ন থানায় একাধিক মামলা দায়ের আছে বলে জানান।
……….
ইপিজেড থানার ইয়াবা মামলা:
এদিকে সিএমপি পুলিশের সূত্রে জানায় ইপিজেডের খেজুরতলা বেড়ীবাধ (গোল-চত্তর)মোড়স্থ সালাউদ্দিনের দোকানের সামনে পুলিশের অভিযানে
২০,০০০(বিশ হাজার)ইয়াবা ট্যাবলেটসহ ৩ জন কে আটক করেছে পুলিশ।
আটককৃতরা হলেন মোঃ আলমগীর, মোঃ ইরফান, মোঃ আলী(মাহমুদুল হক)।
আটককৃতদের বিরুদ্ধে সিএমপি ইপিজেড থানায় একটি নিয়মিত মাদক আইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন কতর্ব্যরত ডিউটি অফিসার।